বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল কালোবাজারে উদ্ধার ৬২ বস্তা খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য- প্রধানমন্ত্রী ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবীতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ আরও দানা বাঁধছে বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সঙ্গীত বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত  ২৯ ও ৩০ এপ্রিল পীরগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা  আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী, বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত সংবাদ পরিবেশনের  ২ মাস পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে  চাঁদাবাজি মামলা দিনাজপুরে একত্রে ২০ হাজার কণ্ঠে পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে ছাত্র সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৭০ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস, দখলদারিত্ব বন্ধ, স্বায়ত্বশাসন প্রতিষ্ঠা ও বই-কাগজ-কলমসহ শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে রংপুরে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ২২ মার্চ/২৩ খ্রি: বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর মহানগর কমিটির সভাপতি যুগেশ ত্রিপুরা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মৌসুমি আক্তার মৌ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংগঠক পবিত্র রঞ্জন, মহানগর সদস্য মোতায়াক্কিল বিল্লাহ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের আহবায়ক তুর্য্য শুভ্র প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শাসকগোষ্ঠী শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছে। মুনাফার শিকারে পর্যদুস্ত শিক্ষাব্যবস্থা। ধসে পড়েছে শিক্ষার মান। এখন শিক্ষাঙ্গনে নেই গণতান্ত্রিক পরিবেশ। বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলো আজ ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস দখলদারিত্বের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বায়ত্তশাসন নেই। একদল শিক্ষক-কর্মকর্তা দলদাস প্রশাসনের মতো কাজ করছে।
বক্তারা আরও বলেন, শিশু শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা চালু থাকায় শিক্ষার্থীরা গড়ে উঠছে ভিন্ন ভিন্ন আবহে । নামীদামি প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ফি, সেশন ফি, উন্নয়ন ফি, প্রতি শ্রেণিতে নতুন করে ভর্তি, জরিমানা ফিসহ নানা ধরণের ফি’র যাতাকলে অভিভাবকদের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি সাথে বই-খাতা-কলমের দাম বেড়ে যাওয়ায় দরিদ্র অসহায়, নিম্ন মধ্যবিত্ত পরিবারের লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যহত হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাণিজ্যিক কোর্স চালু আছে কিন্তু গবেষণা নেই। নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান শিক্ষাকে সংকুচিত করা হয়েছে। বছরের শুরুতে বই উৎসবে কোমলমতি শিশুদের হাতে নিম্নমানের এবং ভুলে ভরা বই তুলে দেয়া হয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাসহ সার্বজনীন শিক্ষাব্যবস্থা চালুর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com