শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

রংপুরে সাংবাদিকদের সাথে ব্র্যাকের কর্মশালা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- রংপুরে যৌন ও প্রজনন স্বাস্থ্য (এসআরএইচআর) বিষয়ে সাংবাদিকদের নিয়ে ব্র্যাকের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট্র ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। শনিবার নগরীর দর্শনাস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’র রাইট হিয়ার রাইট নাউ-প্রকল্প।কর্মশালায় বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান মাহবুব রহমান, চ্যানেল আই রংপুরের স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী, ব্র্যাকের সামাজিক ক্ষমতায় প্রকল্পের জোনাল ম্যানেজার আকসেদ আলী, আরটিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদল, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, টিসিএ’র সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, সাংবাদিক হারুন উর রশিদ সোহেল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির রাইট হিয়ার রাইট নাউ-প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর। কর্মশালার যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষায় কৈশোর ও তারুণ্যের অধিকার, যৌন অধিকার, পর্নগ্রাফির ক্ষতিকর দিক ও এ সম্পর্কিত বিভিন্ন আইন বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান, কর্মশালা আয়োজন ও সার্বিক সহযোগিতা করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির রাইট হিয়ার রাইট নাউ-প্রকল্পের ডিস্ট্রিক্ট ইয়্যুথ মবিলাইজার মোঃ সোলায়মান মিয়া।
উল্লেখ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য (এসআরএইচআর) নিয়ে কাজ করার জন্য প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে পারে এমন বিভিন্ন এনজিও কর্মকর্তা, সাংবাদিক, ইয়ুথ, ইমাম, শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক ভাবে কর্মশালা অনুষ্ঠিহ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com