বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ন

রংপুর গ্র্যান্ড হোটেল মোড়ে ফ্যাশন হাউজসহ দুই দোকান চুরি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৫ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের স্টেশন রোড এলাকার এক্সক্লিউসিভ মৌরুসী ফ্যাশনের শো-রুমসহ দুই দোকানে  চুরির ঘটনা ঘটেছে। এতে চোরের দল নগদ টাকাসহ প্রায় আট লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এঘটনায় মেট্রোপলিটনের কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাতে। এনিয়ে দোকানের ওই মালিকরা থানায় অভিযোগ দায়ের করেছেন।
সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে নগরীতে প্রচুর পরিমাণ বৃষ্টি ও বজ্রপাত হয়। এসময় পুরো এলাকা জনশূণ্য হয়ে যায়। এসময় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের স্টেশন রোড এলাকার অভিজাত কাপড়ের দোকান এট্সেটরা এক্্রক্লুসিভ মৌরুসী ফ্যাশন শো-রুমের উপরের টিন এবং গ্রিল কেটে একদল চোর ভিতরে প্রবেশ করে। তারা কাপড়ের দোকানে থাকায় থাই, চায়না ও দেশীয় জিন্স প্যান্ট, গ্যাভাডিন প্যান্ট, শার্ট, মনিটর,পিসি, সিসি ক্যামেরা, ডিভিয়ার বক্্র, টিভি কার্ড, সাউন্ড বক্্রসহ নগদ প্রায় ৩০ হাজার নিয়ে যায়। এতে ওই দোকানের প্রায় সাড়ে সাত লক্ষ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান এট্সেটরা এক্্রক্লুসিভ মৌরুসী ফ্যাশন শো-রুমের মালিক শাহ নেওয়াজ লাবু।
তিনি বলেন, গত শনিবার রাতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সময় চোরের দল তার দোকানের উপরের টিনের গ্রিল কেটে ভিতরে ঢুকে সিসি টিভিসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগও দায়ের করেছি।
এদিকে ওই দিন রাতে চোরের দল এট্সেটরা এক্্রক্লুসিভ মৌরুসী ফ্যাশন শো-রুমসহ তানিন ফানির্চারের রংপুর শো-রুম ও সপ্তসুর নামের আরও দুইটি দোকানে হানা দেয়। তারা তানিন ফার্নিচারের ক্যাশে থাকা প্রায় ৫০ হাজার নিয়ে গেলেও অন্য কোন মালামাল নিতে পারেনি। এছাড়াও পাশ্ববর্তী সপ্তসুর নামের অন্য প্রতিষ্ঠানটির গ্রিল কাটলেও কোন মালামাল খোয়া যায়নি।
ব্যবসায়ীরা বলছেন, নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় এমন চুরির ঘটনায় তারা হতবাক হয়েছেন। তারা চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চোর সনাক্তে পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com