রংপুর প্রতিবেদক।- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন।
আজ শুক্রবার এক বিবৃতিতে ইউনিয়নের সকল সদস্যদের পক্ষে সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদব সরকার মাজহারুল মান্নান এই দাবি জানিয়ে বলেন, সাংবাদিক রুহুল আমীন গাজীকে বিনা নোটিশে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা মুক্ত সাংবাদিকতার অন্তরায়। তাঁকে এভাবে গ্রেফতারের মাধ্যমে প্রমাণ হয়েছে সাংবাদিকরা নিরাপত্বাহীন। নেৃতৃবৃন্দ সাংবাদিক নেতা গাজীকে গ্রেফতার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দিয়ে, তাঁর বিরুদ্ধে দেয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
Leave a Reply