রংপুর থেকে বজ্রকথা প্রতিবেদক।- রঙ্গপুর সাহিত্য পরিষৎ ও রংপুর বিভাগীয় লেখক পরিষদ এর যৌথ আয়োজনে কবিতা উৎসব ঐতিহাসিক টাউনহল চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাংস্কৃতিক পল্লী টাউনহল চত্ত¡রে আয়োজিত কবিতা উৎসবে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন এর সভাপতিত্বে ও বিভাগীয় লেখক পরিষদ সভাপতি ও রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোঃ জুননুন কবি ও সাহিত্যিকদেরকে সনদ বিতরণ করেন। কবিতা উৎসবে কবিতা ও আবৃত্তি করেন রংপুরের বিশিষ্ট কবি সাহিত্যিকদের মধ্যে নারায়ন চন্দ্র বর্মা, অধ্যাপক শাহ আলম, ডা. মফিজুল ইসলাম মান্টু, ডিলরুবা শাহদত, শ্বার্তিক শাহ আল মারুফ, মাহবুব রহমান হাবু, রানা মাসুদ, ড. নাসিমা আখতার, বাদল রহমান, শিখা রানী, এস.এম খলিল বাবু, একেএম মোস্তাফিজুর রহমান, ইরশাদ জামিল, আলিফা, মুস্তাফিজ রহমান, সুনিল সরকার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ।
Leave a Reply