বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন

শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী আজ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১৮৭ বার পঠিত

বজ্রকথা রিপোর্ট।- আজ শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শখ ফজিলাতুন নেছা কনিষ্টপুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপদগামী সেনা সদস্যদের হাতে পিতা ,মাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে প্রাণ হারান। সে সময় রাসেল ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আজ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাস্থ্যবিধি মেনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিতে রয়েছে,বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল।শেখ রাসেল ক্রীড়া চক্র আয়োজিত কর্মসূচিতে রয়েছে কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ এবং ক্লাব প্রাঙ্গণে কোরআনখানি ও দুস্থদের মাধ্যে তবারক বিতরণ।এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেলের ম্যুরালের উদ্বোধন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com