বজ্রকথা ডেক্স।- গত ২২ সেপ্টেম্বর রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে ‘রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার জনগণের সব অধিকার হরণ করছে। গণতান্ত্রিক অধিকার সহজে ফিরে পাওয়ার সম্ভাবনাও নেই। সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন করতে হবে। পরিষদের আহ্বায়ক ও সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক,গণসংহতি আন্দোলন সমম্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, নাগরিক ঐক্য সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার প্রমুখ।
Leave a Reply