সাংবাদিকতা বনাম সাংঘাতিকতা
লেখক- সুলতান আহমেদ সোনা
কাক, কাকের মাংস খায় না কিন্তু কাউয়া খায়। এই কথাটার কী মানে, আমি সেটা জানিনা। তবে ইদানিং এই কথাটা হাট বাজারে চালু হয়েছে।
কথার মানে যাই হোক, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে একটা বিষয় মনের মধ্যে কষ্টের উদ্রেক করেছে। যে বিষয়টি বলতেও লজ্জা পাচ্ছি।
আজ কাল অনেকেই বলে থাকেন মানুষ নাকি অপকর্ম করে এখন আর লজ্জিত হয়না। লজ্জা পায়না! প্রশ্ন উঠতেই পারে, তাহলে সবাই কি নির্লজ্জ বেহায়া ?
না তেমনটা নয়, আমি মনে করি সব মানুষ নির্লজ্জ নয় !
আরো একটা কথা বাজারে চালু আছে, সেটা হলো “ অকাম করে বেহুদা, গালি খায় গোষ্ঠি সুদ্যা”। প্রিয় পাঠক আজকের বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাইনি, কিন্তু কিছু শুভাকাঙ্খি বিষয়টি সম্পর্কে জানতে চাওয়ায় বাধ্য হয়ে আপনাদের সামনে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি।
আপনারা যারা ফেসবুকের জোনাকপোকা, তারা নিশ্চয় একটি পোষ্ট লক্ষ্য করেছেন। পোষ্টটি ছেড়েছেন পীরগঞ্জের একজন সাংবাদিক। তার নামটি না বললেও ওই পোষ্ট থেকে তার নামটা দেখে নিতে পারেন।
নিশ্চয় এখন কারো কারো জানতে ইচ্ছে করছে, কি লেখা ছিল সেখানে-
লেখা ছিল“
“হরিণ সিং বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর নিয়োগ বানিজ্যের টাকা দিয়ে অনেক সাংবাদিক ওমরা হজ্ব করেছেন , এমন অভিযোগ তুলেছেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ”
এই পোষ্টটি দেখার পর, আমাদের পীরগঞ্জ উপজেলায় নানা মহলে আলোচনা –সমালোচনার ঝড় উঠেছে। সংবাদপত্রের সাথে সম্পৃক্ত বা সাংবাদিকতা পেশার সাথে যারা জড়িত তাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। বলা হচ্ছে এখানে সাংবাদিক তো নেই, রয়েছেন সাংঘাতিক। এমন মন্তব্য নিশ্চয় সৎ সাংবাদিকদের জন্য পীড়াদায়ক।যারা উৎকোচ নিয়ে হজ্ব করেছেন তারা সাংঘাতিক না ভন্ড, সেটার দায় তারা নিবেন, সব সাংবাদিক নেবে কেন?
এমন মন্তব্য শোনার পর আমি সত্যি লজ্জিত হয়েছি। আমার মত অনেকেই লজ্জা পেয়েছেন।
ফেসবুকে পোষ্টটি দেখার পর জনৈক ব্যক্তি আমার কাছে জানতে চেয়েছিলেন, কারা সেই ব্যক্তি যারা নিয়োগ বানিজ্যের টাকা দিয়ে পবিত্র ওমরা হজ্ব পালন করেছেন ? ভদ্রলোক আরো প্রশ্ন রেখেছেন, উৎকোচের টাকা দিয়ে যে সাংবাদিকরা হজ্ব করেছেন তাদের হজ্ব কি হয়েছে ?
এ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমার দেওয়ার কথা নয়, কারণ আমি তো ওই কলা দেখিনি।
আর এ সব প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো বলুন! সত্যি বলছি, এ বিষয়ে আমার কিছুই জানা ছিল না, আর আমি কারো কাছে এই বিষয়ে জানতেও চাইনি। কারণ নোংড়া কথা ঘাটাঘাটি করলে আরো বেশি গন্ধ ছড়ায়।
তবে একথাও সত্য, আমি না চাইলেই কি সমাজের আর দশজন চুপ করে থাকবেন? আশে পাশে কিছু লোক অবশ্যই পাবেন, যারা সবার কানে কানে ওই কথা পৌছে দেবেন।
তবে এমন ঘটনার দায় পীরগঞ্জের সাংবাদিকরা এড়িয়ে যেতে পারেন না। যারা সাংবাদিকতার নামে দালালি করেন, মানুষকে বিপদে ফেলে পকেট কাটেন, ভয় ভিতি দেখান তাদেরকে আমিও সাংবাদিক মনে করি না।
আপনারা জানেন, আমরা যারা দীর্ঘ সময় ধরে সংবাদপত্রের সাথে সম্পৃক্ত আছি তারা আত্মসম্মানটুকু রক্ষা করে চলার চেষ্টা করি সব সময়।
তাই এই ঘটনার কারণে লজ্জিত আমিও। এমন কথা শুনতে হবে কল্পনাতেও ছিল না। এ কথাও স্বীকার করছি, পীরগঞ্জে হলুদ সাংবাদিক রয়েছে।পীরগঞ্জে এমন ব্যক্তি রয়েছেন যাদের সাংবাদিক পরিচয় দেবার মত শিক্ষাগত যোগ্যতা নেই। নিউজ লিখতে পারেন না। কপিষ্ট রিপোর্টার , অনুষ্ঠানে শুধু ছবি তুলে বেড়ায়, তোলা তোলে; তারা সাংবাদিকতার বারোটা বাজিয়েছেন।
কিছু দিন আগে পীরগঞ্জে এক রাতে প্রায় ২০০ জনকে সাংবাদিক বানানো হয়েছিল। যারা রাতারাতি সাংবাদিক বনে গিয়েছিলেন,তারা প্রায় সবাই একটি রাজনৈতিক দলের কর্মী ছিল। পীরগঞ্জে অনেকই সংবাদপত্রের লোক বা প্রতিনিধি না হয়েও মটরসাইকেলে “প্রেস” শব্দটি লিখে নিয়ে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন!অফিস পাড়ায় হালচাষ করছেন।এখন যদি প্রশ্ন করেন, বর্তমানে পীরগঞ্জ উপজেলায় সাংবাদিকের সংখ্যা কত ? সেটাও বলা মুশকিল।
“মুশকিল” শব্দটা ব্যবহার করলাম এই কারণে, দেখেছি প্রাইমারী স্কুলের শিক্ষক পরিচয় দিচ্ছেন সাংবাদিক হিসেবে। মাধ্যমিক স্কুলের কেরানী সেও নাকি সাংবাদিক!কয়েকজন কলেজে পড়ান বলে জানি, তারাও বাইকে ইংরেজিতে “PRESS” লিখে ঘুরে বেড়াচ্ছেন। দেখেছি সাইন বোর্ড লিখেন তার বাইকেও “PRESS” লেখা।
যাক এখন আমার প্রশ্ন, হরিণ সিং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শহিদুল ইসলাম সাহেব কি কারণে এই কথাটা বাজারে ছাড়লেন ? এ বিষয়ে আমি জানতে চাই । নিশ্চয় আমি জানার চেষ্টা করবো।
প্রিয় সুধীজন, নিশ্চয় আপনারা আমার সাথে একমত হবেন যে, উল্লেখিত বিষয় গুলো আমাদের জন্য চরম লজ্জার বিষয়।
আমি অনুরোধ রাখবো এখানকার সৎ সাংবাদিকদের প্রতি, দোহাই লাগে সাংবাদিকতাকে কলুষিত করবেন না! দয়া করে পেশার মর্যাদা রক্ষা করুন। টাউট, দালাল, ভন্ডদের এড়িয়ে চলুন। বিবেকের দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে সত্য প্রকাশ করুন। মনে রাখবেন “মিথ্যার সাথে আপোষ আর যাই হোক সাংবাদিকতা নয়”
Leave a Reply