শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পলাশবাড়ী কৃষি কর্মকর্তা কে মাটির স্বাস্থ্য সুরক্ষায় পুরুস্কার লাভ গাইবান্ধা-৫ আসনে আচরণবিধি লঙ্খন করায়  কারন দর্শানোর নোটিশ বিরামপুর হানাদার মুক্ত দিবস পালিত   জাতীয় পার্টি গঙ্গাচড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন পীরগঞ্জ মুক্ত দিবস পালন বিরামপুরে জুয়া খালার ৫ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ  নারী নির্যাতনের প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন পার্বতীপুরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য স্কুল ব্যাগ প্রদান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খতিব উদ্দিন আহমেদ এর জানাযা নামাজ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ৭ দিনব্যাপী গাভী পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সাপাহারে কবুতর পালনে স্বাবলম্বী গ্রাম পুলিশ কালাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৩৭৫ বার পঠিত

 বাবুল আকতার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- ‘শখ থেকেই সুখের সন্ধান।’ নওগাঁর সাপাহার সদর ইউনিয়নের গ্রাম পুলিশ আবুল কালাম (৪৫) শখের বসে কবুতর পালন করে এখন আর্থিক ভাবে স্বাবলম্বী হয়েছেন। গ্রাম পুলিশ সদস্য আবুল কালাম সাপাহার সদর ইউনিয়নের করল ডাংগা গ্রামের বাসিন্দা। তিনি জানান,প্রায় ৩ বছর পুর্বে সখের বশে মাত্র জোড়া দেশী জাতের কবুতর পালনের মধ্যে দিয়ে তার এই যাত্রা শুরু হয়। বর্তমানে তার বাড়িতে বিভিন্ন জাতের প্রায় ২শত ৫০টি কবুতর রয়েছে। তিনি চাকুরীর ফাঁকে কবুতরের যত্ন পরিচর্যা করেন। বর্তমান সময়ে প্রতি জোড়া কবুতরের বাচ্চা ১৮০ টাকা থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়। তার বিদেশী জাতের ফেন্সি কবুতর এক হাজার থেকে দেড় হাজার টাকা বিক্রি করেন। সব মিলিয়ে প্রতি মাসে তার কবুতর থেকে ১৫/২০হাজার টাকা আয় হয়। কবুতর খামারী আবুল কালাম জানান, দেশী কবুতরের অসুখ সিুখ কম হয় এজন্য তিনি দেশী কবুতর পালন করেন। তবে অল্প সংখ্যক বিদেশী ফেন্সি কবুতর তার খামারে আছে। তিনি বলেন শখের বসে এই কবুতর পালন করে তিনি আর্থিক ভাবে স্চ্ছলতা খুঁজে পেয়ে এখন বেশ ভালোই আছেন, প্রতি মাসে তার কবুতরের খাদ্য ও ঔষধ পত্র বাবদ খরচ বাদে ১০ / ১২ হাজার টাকা আয় হয়। তার সংসারের অভাব অনটন আর নাই আর্থীক ভাবে তিনি পরিবার পরিজন নিয়ে বেশ স্বাবলম্বী জীবন যাপন করছেন। তার কবুতর পালনে সফলতা দেখে এলাকার অনেক বেকার ও অল্প আয়ের মানুষ কবুতর পালনে উৎসাহী হয়ে সল্পপরিসরে কবুতর পালন শুরু করেছে। সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, তার ইউনিয়নের কর্মমূখী অতি পরিশ্রমী গ্রাম পুলিশ সদস্য আবুল কালাম তার চাকুরীর দায়িত্ব পালনের পাশা-পাশি কবুতর পালন করে অতিরিক্ত আয় উপার্জনে আজ তার ভাগ্যের অনেক পরিবর্তন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com