সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে গলায় ফাঁস দিয়ে শ্রী ফটিক চন্দ্র বর্মন (৫০) নামের এক স্বর্ণকার আত্মত্যা করেছে। আত্মহত্যাকারী ফটিক সাপাহার উপজেলার পালপাড়া গ্রামের মৃত মহাদেব চন্দ্র বর্মনের ছেলে।
১৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যার দিকে গ্রামের অদুরে একটি পাইকুড় গাছের ডালে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ফটিকের মরাদেহ পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা গেছে ফটিক চন্দ্র বর্মন দীর্ঘ দিন ধরে সাপাহার বাজারে জুয়েলার্স ব্যবসা করে আসছিলেন। কিছু দিন পূর্বে তিনি স্বর্ণের দোকান ছেড়ে দিয়ে কৃষি কাজে শুরু করে। ঘটনার দিন সন্ধ্যার আগে তিনি বাসা হতে বের হয়ে যান ও সবার অজান্তে গ্রামের পাশের্^র একটি আমবাগানের মধ্যে থাকা পাইকুড় গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মত্যা করে। ওই বাগানে কাজ করতে থাকা লোকজন গাছে তার লাশ ঝুলতে দেখে স্থানীয় থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে সাপাহার থানা পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসেন এবং মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ বিষয়ে থানায় একটি অপমৃত মামলা দায়ের হয়েছে বলে তিনি জানিয়েছেন। মৃত ফটিক স্বর্ণকার বেশ কিছু দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে । তিনি পাশর্^বর্তী পত্নীতলা উপজেলার ফাজিলপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেনস বলেও পরিবারের লোকজন জানান।
Leave a Reply