সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহার উপজেলা সদরের ধাতালপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে শফিকুল ইসলাম (১৫) ও শিরন্টি ইউনিয়নের তাঁতইর গ্রামের আফজাল হোসেন এর ছেলে আবু শাহিন (১৩) গত ২৩ আগস্ট দুপুর বেলা স্কুল মাঠে ফুটবল খেলার সময় আকস্বিক বজ্রপাতে নিহত হয়। নিহত দুই বালকের পরিবারে সরকারি অনুদানের অংশ হিসাবে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী।
গত মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে নিহত বালকদের পরিবার প্রধানগণ এ অনুদান গ্রহণ করেন।
এ সময় সেখানে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সোহরাব হোসেন,অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ ও নিহতদের আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply