, পীরগঞ্জ (রংপুর) থেকে সৈয়দ রায়হান বিপ্লব|- বিজয়ের ৫০ বছর পেরিয়ে ৫১-তে পদার্পণের স্বাধীন বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৮ ডিসেম্বর, শনিবার পীরগঞ্জ সদর ইউনিয়নের মকিমপুর তরুণ সংঘর উদ্যোগে ক্রীয়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান । কেশবপুর নব প্রত্যয় স্পটিং ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীয়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতারণী অনুষ্ঠান এবং কিশোরগাড়ী প্রিমিয়ান লীগ এর উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ, পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সেরা করদাতা প্রভাষক জাহিদুল ইসলাম রুবেল ।
পীরগঞ্জ সদর ইউনিয়নের তিনটি গ্রামে একযোগে অনুষ্ঠান পালিত হয়, মকিমপুর তরুণ সংঘর উদ্যোগে ক্রীয়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ, পীরগঞ্জ শাখার সভাপতি মীর মোঃ আলী মানিক । বিশেষ অতিথি সাংবাদিক শাহ্ মোহাম্মদ সাদা মিয়া, মকিমপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকছানা পরভীন, পীরগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহ্ মোঃ আফরোজ আলম জুয়েল । পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ প্রভাষক মারুফ অর রশিদ মারুফ । কেশবপুর নব প্রত্যয় স্পটিং ক্লাবের উদ্যোগে ২৬ তম বার্ষিক ক্রীয়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতারণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এমদাদুল হক । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পীরগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আশরাফুল আলম বাবুল । কিশোরগাড়ী প্রিমিয়ান লীগ এর উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলার সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মুনছুর আলী । ৯নং পীরগঞ্জ ইউনিয়নের সদস্য সাদিক হাসান সুমন প্রমূখ ।
Leave a Reply