গাইবান্ধা থেকে বজ্রকথা প্রতিনিধি ছাদেকুল ইসলাম রুবেল।- শস্য ভাণ্ডার গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ীর প্রান্তিক কৃষকদের ফসল উৎপাদনে দুই কোটি ৫৩ লাখ ৪৭ হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা ৩৩৩ জন কৃষক ও কৃষাণীর মাঝে এই বিনিয়োগ বিতরণ করে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে সাদুল্লাপুরের ধাপেরহাটসহ বিভিন্ন পয়েন্টে আনুষ্ঠানিকভাবে চেকের মাধ্যমে কৃষকদের জন্য এই বিনিয়োগ বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি এআইবি পিএলসির প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সিএমএ ডিভিশন: ২-এর একেএম আমজাদ হোসেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক এএসএম রবিউল ইসলাম।আরও বক্তব্য দেন- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ধাপেরহাট এজেন্ট ব্যাংকিংয়ের মালিক আব্দুল মান্নাফ, সাংবাদিক আমিনুল ইসলাম, কৃষকের পক্ষে মিতু আক্তারসহ অনেকে।
অনুষ্ঠান শেষে হলুদ ও আদা চাষের জন্য স্বল্প মুনাফায় কৃষি ঋণের চেক তুলে দেওয়া হয়।
এ বিষয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক এএসএম রবিউল ইসলাম বলেন, বিশেষ-অগ্রাধিকার ফসলের জন্য শতকরা চার ভাগ রেয়াতি মুনাফায় প্রান্তিক কৃষকদের জন্য গঠিত স্কিমের আওতায় কৃষক-কৃষাণীর মাঝে প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ করা হলো।
Leave a Reply