বজ্রকথা প্রতিনিধি।– সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন “এফসাকল বাংলাদেশ” ২৩ আগস্ট/২৫ খ্রি: শনিবার উপজেলার সাতগড়া গ্রামে এফসাকল চাইল্ড ফোরাম সদস্যদের হাতে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেছে। এদিন একটি সংগীত শিক্ষার স্কুলও উদ্বোধন করা হয়।
শনিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে সংগীত শিক্ষার স্কুল উদ্বোধন করেন, বিশিষ্ঠ সমাজ সেবক,বজ্রকথা সংবাদপত্রের সভাপতি, ডিএসসি বিজনেস টেক লিমিটেডের চেয়ারম্যান জনাব এ জে এম সিরাজুল ইসলাম।
এর আগে ওমেন্স ফোরাম সভাপতি মোছাঃ ফেরদৌসি বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কবি সুলতান আহমেদ সোনা, রোকসানা বেগম, জুয়েল সরকার প্রমুখ।
পরে এ জে এম সিরাজুল ইসলাম মহোদয় চাইল্ড ফোরাম সদস্যদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় এফসাকল এবং ওমেন্স ফোরাম সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply