গাছ পরম বন্ধু
মোঃ দিদারুল ইসলাম
গাছ আমাদের পরম বন্ধু
ফলায় হরেক ফল,
নানা পুষ্টির রসদ বিলায়
দেহে বাড়ায় বল।
গাছ আমাদের পরম বন্ধু
পরিবেশ খায় খাপ,
অক্সিজেনের মজুদ বাড়ায়
কমায় বায়ুর তাপ।
গাছ আমাদের পরম বন্ধু
শীতল ছায়া দেয়,
এই পৃথিবীর বিষাক্ত গ্যাস
নিজে শুষে নেয়।
নানা দুর্যোগ দিচ্ছে হানা!
উজাড় হচ্ছে বন,
গাছ লাগাব খালি জায়গায়
করি সবাই পণ।
Leave a Reply