চলবে জীবন
মো.আশতাব হোসেন
সুখের সময় সুখই আসে দুঃখের সময় কষ্ট
দুঃখীজনার সঙ্গী হয়ে দুঃখগুলি ঢেলে দিয়ে
আপন মনে শুভক্ষণে সেও গিয়েছে চলে।
কারো মাঝে ডুবে গিয়ে বুকের ভিতর তুলে নিয়ে
ভালোবাসা ঢেলে দিলে দিন বদলের সাথে অবহেলা মেলে।
এখন যদিও জ্বলেপুড়ে ভস্ম হলেও রাতদুপুরে
কারো না যায় আসে পোড়ে না খড়ের গাদা,
কথাবলার ধরণেও বুঝা যায় মনের খবর
হায়রে মানুষ! সরলতাই যুগের সেরা গাধা,
আসল প্রেমের গলায় রশি অবাক হয়ে ভাবছি বসি।
চলবে জীবন থাকবে মনে জ্বলবে আগুন স্মৃতির বনে
কষ্টে পোড়া দীর্ঘশ্বাস আকাশ করলেও কালো,
তবুও তোমার যতো ইচ্ছা ক্ষোভের আগুন জ্বালো।
কাউকে অধিক কষ্ট দিয়ে কে থেকেছে খোশহালে
এমন প্রাণ পাইনি খুঁজে শুনিনি কোনকালে!
Leave a Reply