শরৎ ফুলের মেলা
রাহেলা আক্তার
শরৎ এলো চুপিচুপি
হাওয়ার তালে তালে
কাশবনে ফুলের মেলা
শিউলি ফুটে ডালে।
জুঁই, মালতি দুলছে বলে
শিউলি করলো মান
নতুন রুপে সাজতে আবার
বৃষ্টিতে করলো স্নান।
সেই বেদনায় জুঁই, মালতি
বন্ধ করলো দোর;
শিউলি ফুলের গন্ধে ফের
কাটলো ঘুমের ঘোর।
মান ভাঙাতে কাশফুল এবার
জানায় তাদের আমন্ত্রণ ;
জুঁই, মালতি,শিউলি মিলে
এলো কাশেরবন।
Leave a Reply