রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

করোনায় মৃত্যুতে চীনকে ছাড়ালো বাংলাদেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৩ বার পঠিত

বজ্রকথা রিপোর্ট ।- দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৭৫৯ জনে। করোনার উৎসস্থল চীনে এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৩৪ জনের। সে হিসেবে করোনায় মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ৮১২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৩৯ হাজার ৩৩২ জনে দাঁড়াল। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু বরণকারী ২৬ জনের মধ্যে পুরুষ ২২ জন এবং নারী ৪ জন। হাসপাতালে ২৫ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত চব্বিশ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫১২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত এক দিনে ৯৪টি ল্যাবে ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি নমুনা। চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৭৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ। বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাওয়ায় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হালনাগাদের কাজ করছে। ওই হালনাগাদে গতকাল পযর্ন্ত বিশ্বে করোনাভাইরাস মৃত্যুর অবস্থানে বাংলাদেশ ছিল ২৯ তম স্থানে। আজ করোনাভাইরাসে মৃত্যুর সর্বশেষ তথ্য হালনাগাদে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে বাংলাদেশ উঠে আসবে ২৮তম স্থানে। চীনে প্রাদুর্ভাবের তিন মাস পর বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রথম রোগী ধরা পড়েছিল ৮ মার্চ, তার ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর আসে। গত ৭ সেপ্টেম্বর সেই সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে যায়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্বে মোট মৃতের সংখ্যা ৯ লাখ ২৪ হাজার পেরিয়ে গেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু ভারত ও পাকিস্তানে মৃত্যুর সংখ্যা বাংলাদেশের চেয়ে বেশি। বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতে মোট মৃত্যু ৭৯ হাজার ছাড়িয়ে গেছে, পাকিস্তানে মত্যু হয়েছে ৬ হাজারের বেশি মানুষের। বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যায় বাংলাদেশ আছে ১৫তম স্থানে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com