ঘোড়াঘাট,( দিনাজপুর) আজহারুল ইসলাম সাথী।-দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘ ২০ বছর বিরোধীয় জমির সীমানা নির্ধারণ করে দিয়ে দুটি পরিবারের মধ্যে সমঝোতা করে দিলেন ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
দীর্ঘদিন যাবত জমির সীমানা নির্ধারণ নিয়ে গত ২০ বছর ধরে দুই পরিবারে মধ্যে থানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিক শালি বৈঠক করে আাসলি । জানা গেছে, দীর্ঘ ২০ বছর ধরে উপজেলার আবিরের পাড়া মৌজার ১৮৭ শতাংশ জমির সীমানা নির্ধারণ নিয়ে আবিরের পাড়া গ্রামের রফিজল হক ও আব্দুর রশীদের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে সিংড়া ইউনিয়ন পরিষদ একটি অভিযোগ হলে সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বিরোধীয় জমিতে উপস্থিত হয়ে দিনব্যাপী একটা সালিশ ও মাফযোগের মাধ্যমে সিমানা নির্ধারন করে একটা স্থায়ী সমাধান করে দেন। পরিষদের কর্তৃক মনোনীত আমিন দিয়ে বিরোধীয় জমি মেপে সিমানা নির্ধারণ করে খুঁটি পুঁতে দেয়া হয়। যার ফলে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসা বিরোধের স্থায়ী সমাধান হলো। এসময় সিংড়া ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী, সাবেক সদস্য সেজাদুল হক পলাশসহ আশপাশের বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তি, দুপক্ষের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। এবিষয়ে প্রতিবেশীরা জানান, সীমানা নির্ধারণের বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে দুই পরিবার পারিবারিকভাবে অশান্তিতে ছিলেন, যা ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের মাধ্যমে সমাধান হল। এ বিষযে ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন জানান, পরিবার দুটির মধ্যে দীর্ঘদিন থেকে জমির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে আজ তা ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় লোকজনদের নিয়ে সমাধান করা হয়েছে।
Leave a Reply