শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
  জাফরপাড়া  কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচিত হলেন শাহজাহান পীরগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা   পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানএঁর দাফন সম্পন্ন  গাইবান্ধায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মুখ থুবড়ে পড়েছে পীরগঞ্জ পৌরসভার ২০ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প বিনামূল্যে ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ঘোড়াঘাটে সুস্থ মানুষকে প্রতিবন্ধী সাজিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ঘোড়াঘাটে অনলাইনে প্রতারিত শিক্ষার্থীদের টাকা উদ্ধার পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ব্যবস্থা নেয়া দরকার পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১১

ছোটগল্প: অভিমান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত
ছোটগল্প: অভিমান
   রুমানা নাসরীন

রাতের তারা ঝলমলে আকাশের দিকে তাকিয়ে, টিয়ার ভীষণ মন খারাপ হয়ে গেল। মাকে মনে পড়ছে বারবার।  এক বুক চাপা কান্না যেনো পাহাড় হয়ে গেড়ে বসেছে বুকে।

আজ শরীরটা একদম ঠিক নেই। টিয়ার হাই ব্লাড সুগার থাকার কারনে ২ বেলা ইনসুলিন নিতে হয়। কয়েকমাস হলো কিছুতেই সুগারটা কন্ট্রোল হচ্ছে না। রূপমকে বলেছিল বেশ ক’বার কিন্তু রূপম পাত্তা দেয় নি। বলেছে, “এটা কোন ব্যাপার না। এর থেকে অনেক বেশি ব্লাড সুগার নিয়ে মানুষ বছরের পর বছর বেঁচে থাকে।”
খুব আহত হয়েছে টিয়া। নিজের কাছে দৃঢ়প্রতিজ্ঞ তার যতই শরীর খারাপ করুক স্বামী নামক ব্যক্তিটিকে জানতেও দিবে না ঘুনাক্ষরেও।

রূপমের এহেন উদাসীনতায় টিয়ার বারবার মাকে মনে পড়ছে। মা কত অভিমান বুকে চেপে দিনের পর দিন নিজেকে কষ্ট দিয়ে গেছে। সারাজীবন মিথ্যে আশায় বুক পেতে ছিলো এই বুঝি বাবা তার প্রতি যত্নশীল হবেন, তাকে ভালো রাখতে মরিয়া হয়ে উঠবেন! বাবার উপর অভিমান করে কত রাত না খেয়ে পার করেছেন! খুব বিরক্ত হতো টিয়া। রাগারাগি করলে মা বলতেন, “তুই বুঝবি না!”

“এখন আমিও বুঝি মা”- আপন মনে বলল টিয়া।
পাঁচ বছর আগে হঠাৎ একদিন প্রচণ্ড বুকে ব্যাথায় মা অজ্ঞান হয়ে যায়। ডাক্তাররা তো আশাই ছেড়ে দিয়েছিলেন।  অবশ্য আল্লাহর অশেষ কৃপায় সেই যাত্রা বেঁচে যান মা। সারাজীবন যত অভিমানে নিজেকে কষ্ট দিয়ে গেছেন, অবশ্য তার অনেকটাই উসুল হয়েছে। বাবা তারপর থেকে যারপরনাই যত্নশীল হয়েছেন মায়ের প্রতি। মায়েরও বেঁচে থাকার কি ব্যাকুল প্রচেষ্টা!

ছোট্ট করে একটা শ্বাস নিলো টিয়া। রূপম কি কোনদিন টিয়ার অভিমান বুঝতে পারবে? বাবার মতো সেও কি তাকে বাঁচিয়ে রাখতে মরিয়া হয়ে উঠবে? নাকি রূপমের সেই বোধোদয় হওয়ার আগেই টিয়াকে তৈরি হতে হবে পরোপারের ডাকে?

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com