এসএ মন্ডল।- কিছু মানুষের অবিবেচনার কারণেই পাড়া গাঁয়ে দুর্ভোগ বাড়ে। এ কথাটা আবারো প্রমাণিত হলো পৌরসভার প্রজাপাড়ায়। আমরা সবাই জানি আষাঢ়-শ্রাবণ মাস বর্ষাকাল। এ সময় বৃষ্টি হবেই। এবছর একটু বেশি জল পড়ছে আকাশ থেকে। তাতে করে পীরগঞ্জে বন্যা দেখা না দিলেও কোথাও কোথাও বর্ষার জল জমছে। কিন্তু এটা যেন মেনে নিতে পারছেনা নান্নু মিয়া। তাই তিনি জল নিকাশের পথটা বন্ধ করে দিয়েছেন ক’দিন আগে। আর তাতেই পৌরসভার প্রজাপাড়ায় চলাচলের রাস্তা ডুবে গেছে। এ কারণে পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘœ ঘটছে। অনেকেই বলছেন, এভাবে পিচঢালা পাকা রাস্তায় জল জমে থাকলে রাস্তাটি নষ্ট হয়ে যাবে। বিষয়টি, মেয়র মহোদয় দেখবেন কি?
Leave a Reply