শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

টেলিগ্রাম অ্যাপে ‘বিনিয়োগের ফাঁদ’,  পীরগঞ্জে যুবকের ছয় লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩২ বার পঠিত
বজ্রকথা রিপোর্ট সোহেল রশিদ।-টেলিগ্রাম অ্যাপকে ব্যবহার করে অনলাইনে বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিল একটি চক্র।
‘মুনাফার প্রলোভন’ দেখিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার এক যুবকের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ সুনামগঞ্জ থেকে চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— আজাদ মিয়া (২৪) ও মারুফ আহমদ পারভেজ (২১)। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোনসহ একাধিক ডিজিটাল ডিভাইস জব্দ করেছে পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুয়া অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে সাধারণ মানুষকে বিনিয়োগে প্রলুব্ধ করত।
প্রতারণার শিকার যুবকের নাম নাহিদ হাসান। তিনি  উপজেলার কেশবপুর এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. লাবলু মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, চলতি বছরের ২১ এপ্রিল নাহিদ টেলিগ্রাম অ্যাপে ‘https://findpenguinTour.com’ নামের একটি ভুয়া অনলাইন কোম্পানির প্রস্তাবে সাড়া দিয়ে প্রথম দফায় নগদ ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মোট ৫ লাখ ৪১ হাজার ৭৬৭ টাকা পাঠান।
প্রতারকরা তাকে জানায়, বিনিয়োগের বিপরীতে ১৬ লাখ টাকা কমিশনসহ ফেরত দেওয়া হবে। কিন্তু কিছুদিন পর আবারও ৫ লাখ ৮৫ হাজার টাকা দাবি করে এবং হুমকি দেয়, এই টাকা না দিলে কোনো লভ্যাংশ দেওয়া হবে না।
অবশেষে প্রতারিত হয়ে নাহিদের বাবা লাবলু মন্ডল গত ১৪ মে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তে নামেন থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান। তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনি প্রতারকদের অবস্থান শনাক্ত করেন। পরে সুনামগঞ্জের ছাতক উপজেলার তাজপুর ও বানারশিপুর গ্রামে অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ওসি শফিকুল ইসলাম আরও বলেন, “এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। প্রতারণা করে যেসব টাকা আত্মসাৎ করা হয়েছে, সেগুলোর উৎস ও গন্তব্যও তদন্ত করে দেখা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com