শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে কুকুরের কামড়ে আঙ্গুল হারালো ব্যাংকের আর্মড গার্ড, আহত ৬ পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার রংপুরে  ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা  পলাশবাড়ীতে তিনটি চোরাই গরু উদ্ধার গ্রেফতার- ২ ফুলবাড়ীতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির স্মরণসভা দিনাজপুর   উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের   মে দিবস পালন জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে মহান মে দিবস পালিত বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের মহান মে দিবস উদযাপন দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তেসখার নামাজ অনুষ্ঠিত পার্বতীপুরে মে দিবস পালিত

দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়ী ফিরে যা বললেন ‘লৌহমানব’ মোহাম্মদ আলী চৌধুরী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- এক সময় আমি মানুষের খবর নিয়ে তাদের সুখে দুঃখে পাশে থাকতাম। এখন তারাই আমার কোন খোঁজ খবর রাখে তাতে আমি মনে করি তাদের প্রিয়জন নয় প্রয়োজন ছিলাম। অথচ আমার অনেক কার্যক্রমে আনন্দিত হয়ে ফুলবাড়ী উপজেলার মানুষ তাকে ব্রিজ মাস্টার ও লৌহমানব উপাধি দিয়েছিলেন। তিনি দিনাজপুরবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী)।

সমাজের একজন দানশীল, সমাজ সেবক, শিক্ষানুরাগী, ব্রীজ মাস্টার, লৌহ মানব উপাধিতে ভুষিত মোহাম্মদ আলী চৌধুরী দিনাজপুরের মানুষের কাছে একজন প্রিয় মানুষ। শুধু দিনাজপুর নয় তার উন্নয়ন মূলক কাজের ক্ষেত্রে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মোহাম্মদ আলী চৌধুরীকে অনেকেই শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

জেলার পার্বতীপুর-ফুলবাড়ী উপজেলায় মোহাম্মদ আলী চৌধুরী সাধারণ মানুষের জন্য যে উন্নয়নমুলক কাজ করেছেন তা অতুলনীয় ও চির স্মরনীয়। দিনাজপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ তারই সহযোগিতায় আজ প্রতিষ্ঠিত বিদ্যাপিঠে রূপ নিয়েছে, ফুলবাড়ি সরকারি কলেজে অনার্স কোর্স চালুর ব্যবস্থা তিনি’ই করেছেন। ফলে পড়াশুনা করার জন্য শিক্ষার্থীদের অন্য কোথাও যেতে হয় না, ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়ন, খুড়িয়াডাঙ্গা, আমডুঙ্গীরহাট থেকে পাঠকপাড়াহাট, চোকারহাট, কালিরহাট হয়ে বারাইট সংযোগ রাস্তা পর্যন্ত পাকা করণ হয়েছে এবং ফুলবাড়ী কোলস্টোরেজ সহ বিভিন্ন ইউনিয়নে তার সহযোগিতায় রাস্তা পাকাকরণ কাজ হওয়ায় সেই এলাকার শিক্ষার্থীসহ জনসাধারণ দীর্ঘদিনের চরম ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন।

এদিকে মোহাম্মদ আলী চৌধুরীর সহযোগিতায় জনবহুল ফুলবাড়ী উপজেলা শহরে মধ্যস্থিত রাংগামাটি, বিজিবি, ব্যাটালিয়ান হেড কোয়াটার ও বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্পে মোহাম্মদ আলী চৌধুরী সহ তাঁর ৮ ভাইয়ের প্রায় ১০০ একর জমি অতিস্বল্প মূল্যে সরকার অধিগ্রহণ করতঃ সেখানে জাতীয় স্বার্থে তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। রাজারামপুর সরফ উদ্দীন হাই স্কুল ও গ্রাম সংলগ্ন জাফরপুর ঘাটে ব্রীজ নির্মাণ, খয়েরবাড়ী ব্রীজ পুনঃ নির্মাণ। ফুলবাড়ী শহরের বিগত সরকার আমলে অর্ধ সমাপ্তিত ব্রীজের নির্মাণ কাজ মোহাম্মদ আলী চৌধুরীর মাধ্যমেই সম্পন্ন হয়েছে।

মোহাম্মদ আলী চৌধুরীর বিশেষ প্রচেষ্টায় আমডুঙ্গিহাট সংলগ্ন স্থানে ৫৮ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজ নির্মিত হলেও সেই স্থানে জনস্বার্থে মোহাম্মদ আলী চৌধুরীর মাধ্যমে জেলা প্রশাসক কর্তৃক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত দরখাস্তের মাধ্যমে জাফরপুর ব্রীজের এপ্রোচ রোডের জন্য ০.২৯ একর জমি অধিগ্রহন করা হয় এবং অধিগৃহিত জমির উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে রাস্তা নির্মিত করা হয়। এ জন্য সাধারণ মানুষের মাঝে মোহাম্মদ আলী চৌধুরী স্মরনীয় হয়ে রয়েছেন।

অপরদিকে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলাধীন শিবনগর, হামিদপুর ও হাবড়া ইউনিয়নের ভবানীপুর ফুলবাড়ি এলাকা সহ বিভিন্ন এলাকায় গভীর, অগভীর নলকূপ এবং বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেন তিনি। সেই সাথে তাঁর প্রচেষ্টায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রতিষ্ঠিত হয়। যার প্রধান কার্যালয় স্থাপিত হয় ফুলবাড়ী উপজেলার জয়নগরে।

উপকারভোগীদের মন্তব্য, নিঃস্বার্থ উন্নয়নের কান্ডারী হিসেবে এলাকাবাসীর ভালোবাসা পেয়েছেন মোহাম্মদ আলী চৌধুরী।

দিনাজপুরের জনপ্রিয় ব্যক্তিত্ব হলেন মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী)। এলাকার মানুষ যে কোন প্রয়োজনে ডাকলেই মোহাম্মদ আলী চৌধুরীকেই পাশে পান বলে জানা গেছে।

এব্যাপারে ২৭ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ আলী চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, মানুষ চিরদিন পৃথিবী বেচে থাকার আশায় আসেননি। মানুষ যেভাবে পৃথীবিতে জন্মগ্রহন করে এসেছেন ঠিক সে ভাবেই মানুষের মৃত্যু ও অনিবার্জ। মৃত্যুর পর মানুষ তাদের নিজের অর্থ সম্পদ সাথে নিয়ে যেতে পারেন না। তাই অর্থের মায়ায় না পড়ে সমাজের অবহেলিত ও ছিন্নমূল মানুষের পাশে দাড়ানো অতিব প্রয়োজন। যতটুকু সম্ভব নিজ অর্থে সমাজের অবহেলিত মানুষদের বিভিন্ন ভাবে সহায়তা করে থাকি। মহান আল্লাহ তায়ালা আমাকে যতদিন জীবিত রাখবেন আমি ততদিন নিজেকে সমাজের গরীব, দুঃখি, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে বিলিন করে দিবো ইনশাল্লাহ্।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com