শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পার্বতীপুরে খাসি এন্ড খাসি  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঢাকার বায়ুর মান মারাত্মকভাবে কমছেঃকরণীয় কী? প্রেসবিজ্ঞপ্তি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ হতে পদত্যাগ বিশ্বব্যাংকের অর্থায়নে কক্সবাজার-শাহপরীর দ্বীপ মহাসড়কে স্ট্রিট লাইট, সিসি ক্যামেরা ও ফুটওভার ব্রিজ স্থাপন জরুরী দিনাজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত বারুনী মেলায় জুয়া বসানোয় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা বাঙালীর সংস্কৃতি চর্চা নতুন প্রজন্মদের কাছে বাড়াতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি পীরগঞ্জে হেরোইন গাঁজাসহ ৩ ব্যক্তি গ্রেফতার কাল ১৬ এপ্রিল রংপুরে আসছেন মাননীয় স্পীকার

ধুনটে কর্মহীনদের খাদ্য ও সুরক্ষাসামগ্রী দিলো ছাত্রলীগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৫৪১ বার পঠিত

বগুড়া: বগুড়ায় করোনা ভাইরাসের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন ও দিনমজুর ৩০০টি পরিবারের মধ্যে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধুনট-শেরপুর সড়কের বাজাজ শোরুম এলাকায় কর্মহীন ও দিনমজুর পরিবারের সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য ও সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, ছোলা, আলু, লবণ, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।

খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক।

ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বাংলানিউজকে বলেন, দেশের এ ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষগুলো খুব কষ্টে রয়েছেন। অনেকে আত্মসম্মানের ভয়ে কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারছেন না। এমন অবস্থায় সমাজের সবাইকে মানবিক স্বার্থে এগিয়ে আসতে হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হাসান রিপন, সাবেক যুগ্ম সম্পাদক রাশেদ আলামিন আলম, উপজেলা যুবশ্রমিক লীগের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান লিমন, ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রাব্বি, শাকিব খান ও সোহাগ মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com