কনক আচার্য।- এখন শ্রাবণ মাস অবিরাম ঝরছে দেয়া। কারো কোন কথা শুনছে না, মানছেনা বাধা, কারো আপত্তিতেও কান দিচ্ছে না আকাশ । রাস্তাঘাটে কাঁদা, এমন পরিস্থিতিতে লোকজন তেমন একটা হাটবাজারেও যাচ্ছে না। এই কারণে গ্রামীণ হাট-বাজারের ব্যবসায়ীরা ভালো নেই। শুধু গ্রাম বলি কেন, পীরগঞ্জ পৌর বাজারের মুরগীর গলিতেও ক্রেতার দেখা মিলছে না । কিছু তো করার নেই, ফলে গ্রাহকের আশায় বসে থাকতে থাকতে মুরগী ব্যবসায়ীরা ঘুমিয়ে পড়েছেন। পৌর বাজারের জনৈক ব্যবসায়ী নুরুল আমিন জানিয়েছেন, বর্ষার আগে দিনে কম পক্ষে ৩০ কেজি মুরগী বিক্রি হতো ; কিন্তু এখন সারা দিনে ১০ কেজিও বিক্রি হচ্ছে না। তাতে ব্যবসা করে, ঘরভাড়া, কর্মচারীর বেতন যেমন মিটানো যাচ্ছে না তেমনি নিজের সংসারও চলছে না।
Leave a Reply