রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

পীরগঞ্জে  প্রয়াত হিরু উকিলের শোকসভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৮ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।–   পীরগঞ্জ (রংপুর) এর  বিশিষ্ঠ রাজনীতিক, সমাজ সেবক, শিশু কিশোর সংগঠন খেলাঘরের সাবেক সভাপতি এ্যাড. আবু সুফিয়ান হিরু এর শোকসভা ১২ জুলাই/২৫খ্রি: শনিবার বিকেলে খেলাঘর চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

পীরগঞ্জের প্রবীণ সঙ্গীত শিল্পী বাবু নিতাই চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ কমিটির সভাপতি এ্যাড. কাজী লুমুম্বা লুমু, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক গীতিকবি সুলতান আহমেদ সোনা, খেলাঘরের উপদেষ্টা আলহাজ্ব রমজান আলী তালুকদার, কমরেড কামরুজ্জামান,প্রভাষক মাহবুবার রহমান রবু,  প্রভাষক আবিদা সুলতানা সাগরিকা,সমাজসেবক হালিমুজ্জামান বকুল, খেলাঘরের সাবেক সম্পাদক রাশেদ তালুকদার, শিক্ষক ইদ্রিস আলী বিএসসি, শিক্ষক রেজাউল করিম রিজু, খেলাঘরের সদস্য রাশেদুন্নবী সাজন, শিক্ষক এনামুল হক প্রমুখ।

বক্তাগণ প্রয়াত এ্যাড. আবু সুফিয়ান হিরুর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

এ্যাড, কাজী লুমুম্বা লুমু তার বক্তব্যে শোকসভার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ্যাড. হিরু একজন শুদ্ধ মানুষ ছিলেন। তিনি বলেছেন, কিছু কিছু মৃত্যু মানুষকে নাড়া দেয়, এ্যাড হিরু’র অকাল মৃত্যু আমাদেরকে নাড়া দিয়েছে।

কাজী লুমু বলেন, এ্যাড হিরু একজন সামাজিক শিক্ষক ছিলেন, তিনি  রংপুরর বারের একজন প্রভাবশালী আইনজীবী নেতা ছিলেন, শুধু তাই নয় রংপুরে পীরগঞ্জের প্রতিনিধিত্ব করেছেন এ্যাড আবু সুফিয়ান হিরু।  শেষে এ্যাড হিরুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, পীরগঞ্জ জামে মসজিদের পেশ ইমান হাফেজ মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com