রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)।
২ ডিসেম্বর বেলা ১১টায় বিজিবির হেলিকপ্টার যোগে বাবনপুর শালবন খেলার মাঠে অবতরণ করেন। এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম উপদেষ্টা মহোদয়কে ফুলেল শুভেচছা জানান। সেখান থেকে গাড়িবহরে আবু সাঈদের বাড়িতে উপস্থিত হয়ে পরিবার ও স্থানীয়দের নিয়ে কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে পরিবারের লোকজনের সাথে একান্তভাবে কথা বলেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।
এসময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন বর্তমান আইন শৃঙ্খলা উন্নয়ন করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তবে এ ব্যপারে সকল মহলের  সহযোগিতা কামনা করেন। এছাড়াও দূর্নিতি ও অনিয়ম করলে কোনো ছাড় দেওয়া হবে না।  সাম্প্রতিক সময়ে “ইসকন” নামে একটি ধর্মীও সংগঠনের ব্যপারে জিজ্ঞেস করলে তিনি বলেন এ বিষয়ে এখানো কোনো পদক্ষেপ কিংবা আলোচনা হয়নি।
এসময় গণমাধ্যম কর্মিদের সত্য প্রকাশের আহবান জানান।। পরবর্তীতে জাফরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন শেষে তিনি আবু সাঈদ ফাউন্ডেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দশ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন । এসময় তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাবের ডিজি একেএম শহীদুর রহমান, রংপুর পুলিশ সুপার মোহাম্মদ শরিফউদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, অতিরিক্ত কৃষি সচিব জাকির হোসেন, বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান মন্ডল, কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার, অফিসার ইনচার্জ  এমএ ফারুক এবং রংপুর জেলার বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। পরে জাফরপাড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com