পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- ১২ আগষ্ট/২৫খ্রি: মঙ্গলবার সুস্বাস্থ্য নিশ্চিতকরণে ফলিত পুষ্টির গুরুত্ব তুলে ধরতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এদিন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সুষম খাদ্য গ্রহণ, পুষ্টির উপাদান, এবং স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ফল, শাকসবজি, ডাল, ও প্রাকৃতিক খাদ্যের উপকারিতা সম্পর্কে আলোচনা করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দৈনন্দিন জীবনে পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন ।
পীরগঞ্জে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ শাখার উদ্যোগে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১২ই আগস্ট/২৫খ্রি: মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় পীরগঞ্জ উপজেলা সদরের পীরগঞ্জ মহাবিদ্যালয়ের হল রুমে প্রশিক্ষন প্রদান করেন বারটার এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাদেকুল ইসলাম ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুন্নবী মিয়া ।
এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটির উপদেষ্টা ও বজ্রকথা সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদক কবি সুলতানা আহমেদ সোনা , পীরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন সরকার, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম , পীরগঞ্জ প্রেস ক্লাব এর আহ্বায়ক শাহ মোহাম্মদ সাদাদ মিয়া, যুগ্ন আহবায়ক মোস্তফা মিয়া, সদস্য আব্দুল্লাহিল বাকি, সরওয়ার জাহান, আব্দুল করিম সরকার, রানা জামান, হাবিবুর রহমান হাবিব, বক্তিয়ার রহমান, ইমরান খন্দকার, মিনহাজুল ইসলাম মিলন, শাহ মুহাম্মদ রেজাউল করিম, মুশফিকুর রহমান পল্টন, বাদল মিয়া, আশিকুর রহমান, মিফতাহুল, আজাদুল ইসলাম, হাসান আলি প্রধান, সুজা মিয়া, মুন্না মন্ডল, বাংলাদেশ প্রেস ক্লাব এর সাংবাদিক জুয়েল সরকার, হানিফ মিয়া, ফারজুল সরকার, আকুল হোসেন, পারভিন আক্তার, শিরিনা আক্তার, মাসুদ রানা । এছাড়াও স্থানীয় সাংবাদিক আব্দুস সাত্তার রতন ও তানভীর সহ পীরগঞ্জ উপজেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক এ প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন । কর্মশালায় মানুষের সুস্থ ও জীবনমান উন্নয়নে খাদ্যের প্রয়োনীয়তা ও সেগুলোর পুষ্টির গুনগত মান নিয়ে বিষদ আলোচনা হয়।
Leave a Reply