শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
  জাফরপাড়া  কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচিত হলেন শাহজাহান পীরগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা   পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানএঁর দাফন সম্পন্ন  গাইবান্ধায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মুখ থুবড়ে পড়েছে পীরগঞ্জ পৌরসভার ২০ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প বিনামূল্যে ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ঘোড়াঘাটে সুস্থ মানুষকে প্রতিবন্ধী সাজিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ঘোড়াঘাটে অনলাইনে প্রতারিত শিক্ষার্থীদের টাকা উদ্ধার পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ব্যবস্থা নেয়া দরকার পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১১

  প্রেসবিজ্ঞপ্তি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত
                                          প্রেসবিজ্ঞপ্তি
 সারের কৃত্রিম সংকট দূর করতে সরকারের প্রতি আহ্বান
সিন্ডিকেটের খপ্পড়ে সারাদেশে সারের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় টাকা দিয়েও সঠিক সময়ে সার পাওয়া যাচ্ছে না। আবার কোন কোন এলাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিলাররা সার বিক্রি করছেন। এই ঘটনার প্রেক্ষিতে আজ বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু ও সাধারণ সম্পাদক অজিত দাস এক বিবৃতিতে বলেন, “অল্প কিছুদিন আগে কৃষকরা আলু এবং বোরো ধানে ব্যাপক লোকসান করেছে। সরকার কৃষককে বাঁচাতে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। এখন বিভিন্ন রবিশস্য ও আমন ধানের মৌসুম চলছে। এই আবাদকে কেন্দ্র করে কৃষকরা তার অতীতের লোকসান কিছুটা পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছে। কিন্তু টিএসপি, এমওপিসহ বিভিন্ন প্রয়োজনীয় সারের কৃত্রিম সংকট এবং অতিরিক্ত দামের কারণে একদিকে কৃষি ফসলের উৎপাদন খরচ অত্যধিক বেড়ে যাচ্ছে, অন্যদিকে যথাসময়ে সার না পাওয়ার কারণে ফলন কম হওয়ার আশংকা দেখা দিয়েছে। প্রতিবস্তা টিএসপি সারের সরকারি মূল্য ১৩৫০ টাকা হলেও কৃষকের কাছে তা ১৭০০ টাকা থেকে ১৮০০ টাকা নেওয়া হচ্ছে। অন্যসব সারের দামও বেশি নেওয়া হচ্ছে।
অথচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে সারের কোন ঘাটতি নেই।”
নেতৃবৃন্দ অবিলম্বে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ন্যায্যমূল্যে যথাসময়ে কৃষকের কাছে সার সরবরাহের ব্যবস্থা করার জোর দাবি জানান।
বার্তাপ্রেরক
অজিত দাস
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন,তারিখ- ০৬/০৯/২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com