দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি।- দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাধ্যে বকনা গরু বিতরণের কার্যক্রম স্থাপিত হয়েছে।
কারণ হিসেবে জানা গেছে, প্রাণিসম্পদ বিভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বকনা গরু বিতরনের উদ্যোগ নিলে, প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গরুর ওজন এবং বয়স ঠিক না থাকায় এই বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
জানা গেছে দেড় বছর বয়সী ১০০ কেজি ওজনের গরু দেওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান জেনটেক ইন্টারন্যাশনাল গরু নিয়ে আসেন ৬০-৬৫ কেজি ওজনের,এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা প্রাণিসম্পদ কর্মকর্তার জানতে চাইলে ৬০-৫৬ কেজি গরু আনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় অন্যায় কোনভাবেই মেনে নেওয়া যায় না,এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গরু বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়।
আরো জানা গেছে, জেনটেক ইন্টারন্যাশনাল কোম্পানি প্রকল্পের দায়িত্ব পেয়েছে, প্রকল্পটি ২৬ সাল পর্যন্ত চলমান থাকবে,এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সারোয়ার হোসেন বলে আমরা নির্দেশনা অনুযায়ী গরু না পাওয়ায় বিতরণ কার্যক্রম স্থগিত করেছি।
Leave a Reply