শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রায়পুর ইউপি পরিষদে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে পলাতক আসামীসহ গ্রেফতার -৪ রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত রংপুর বিভাগে এখনো ভোটের মাঠে এমপির স্বজনরা   বৃষ্টির আশায় গাইবান্ধায় ‘সালাতুল ইসতিসকার নামাজ আদায় বিরামপুরে সমন্বিত খামার বায়োগ্যাস বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত স্ত্রী হত্যা মামলার  আসামী স্বামীকে কেরানীগঞ্জ থেকে আটক রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক্টরচাপায় প্রাণ গেল গৃহবধূর

বগুড়ার শেরপুরে ইউপি নির্বাচনে ৪ আ.লীগ ও ৫ স্বতন্ত্র প্রার্থী জয়ী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১১৩ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত বগুড়ার শেরপুর উপজেলার নয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ের পথে রয়েছেন আওয়ামীলীগের দলীয় সমর্থিত চারজন ও স্বতন্ত্র পাঁচজন প্রার্থী। বেসরকারি প্রাপ্ত ফলাফল নির্বাচিত হয়েছেন উপজেলার কুসুম্বী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম পান্না (স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীক) ভোট পেয়েছেন ৮৭৯৪ নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন আব্দুল মমিন (স্বতন্ত্র-আনারস) পেয়েছেন ৬৯৫০ ভোট, খামারকান্দি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আব্দুল মোমিন মহসিন (নৌকা) ভোট পেয়েছেন ৭০৮৪ নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মতিন (স্বতন্ত্র-চশমা প্রতীক) ভোট পেয়েছেন ৪৪১০, সুঘাট ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান জিন্নাহ (নৌকা) ভোট পেয়েছেন ৮৮৮০ নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল্লাহ আল মামুন জেহাদ ( টেলিফোন) পেয়েছেন ৭১৭৫, সীমাবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় সমর্থিত প্রার্থী গৌরদাস রায় চৌধুরী ( নৌকা) ভোট পেয়েছেন ১০৪৫৪ নিকটতম প্রতিদ্বন্দ্বি আফতাব হোসেন তালুকদার (স্বতন্ত্র – ঘোড়া প্রতীক) ভোট পেয়েছেন ৫৩৬১, ভবানীপুর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় সমর্থিত প্রার্থী এসএম আবুল কালাম আজাদ ( নৌকা) ভোট পেয়েছেন ১০২০১ নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম মোস্তফা (স্বতন্ত্র- অটোরিক্সা) ভোট পেয়েছেন ৫৭৮৭, বিশালপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) জাকির হোসেন ভোট পেয়েছন ৮৫৯৬ নিকটতম প্রতিদ্বন্দ্বি সুধান্য চন্দ্র (সতন্ত্র-আনারস প্রতীক) ভোট পেয়েছেন ৫৯৪৪ , মির্জাপুর ইউনিয়নে আলহাজ্ব জাহিদুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী-আনারস প্রতীক) ভোট পেয়েছেন ৫৬০৮, নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্তাফিজার রহমান (সতন্ত্র- ঘোড়া প্রতীক)ভোট পেয়েছেন ৪৪৮২, খানপুর ইউনিয়নে পিয়ার হোসেন পিয়ার (স্বতন্ত্র প্রার্থী- ঘোড়া) ভোট পেয়েছেন ৮৮৮১, নিকটতম প্রতিদ্বন্দ্বি ভোট পেয়েছেন শফিকুল ইসলাম রাঞ্জু (সতন্ত্র-আনারস প্রতীক)৭৯৬৯ ও শাহবন্দেগী ইউনিয়নে কাজী আবুল কালাম আজাদ (স্বতন্ত্র প্রার্থী-আনারস) ভোট পেয়েছেন ১২২১৭, নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু তালেব আকন্দ (নৌকা) ভোট পেয়েছেন ৮২৫১ ।

এর আগে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তি পূর্ণভাবে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচনের ভোটগ্রহন করা হয়। উপজেলার খানপুর ইউনিয়নের খাগা দোলন ভিসি দাখিল মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দলীয় প্রার্থী পরিমল দত্ত ও স্বতন্ত্র প্রার্থী পিয়ার হোসেন পিয়ারের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ছুরিকাঘাতে এক আওয়ামীলীগ কর্মী আহত হন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৯জন, সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১০৬জন এবং সাধারণ সদস্য পদে ২৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১০৯টি কেন্দ্রে নির্বাচনের ভোটগ্রহন করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ২ লাখ ১০ হাজার ৫৬৬ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com