রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন

বগুড়ায় একদিনে আরও ১৭ মৃত্যু: আক্রান্ত ১৮৩ জন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১২৮ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১৭ জন মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সকাল ৮ টায় থেকে রোববার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বগুড়ার ৩টি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও ১০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৮৩ জন।

১১ জুলাই রবিবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

করোনায় মারা যাওয়া ৭ জনের মধ্যে তিনজন বগুড়ার বাকি চারজন অন্য জেলার। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া সদরের মোজাম্মেল (৭৫), ধুনটের সহুরা বেগম (৬৫), শিবগঞ্জের মহিউদ্দীন(৭২), সিরাজগঞ্জের জিয়াউল হক(৬৫), নওগাঁর বজলুর রশিদ (৫৩), গাইবান্ধার মুরাদ(৪৫) এবং নাটোর মিনা খানম(৫৫)। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৩ জন। আক্রান্তের হার ৩৭ দশমিক ৫৭ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৪৮৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৮৫ জন।

বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৭০৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৫৩৫ জন। করোনায় মারা গেছেন ৪৬৭ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭০৫ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com