শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রায়পুর ইউপি পরিষদে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে পলাতক আসামীসহ গ্রেফতার -৪ রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত রংপুর বিভাগে এখনো ভোটের মাঠে এমপির স্বজনরা   বৃষ্টির আশায় গাইবান্ধায় ‘সালাতুল ইসতিসকার নামাজ আদায় বিরামপুরে সমন্বিত খামার বায়োগ্যাস বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত স্ত্রী হত্যা মামলার  আসামী স্বামীকে কেরানীগঞ্জ থেকে আটক রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক্টরচাপায় প্রাণ গেল গৃহবধূর

বগুড়ায় করোনায় ও উপসর্গে ২৬ জনের মৃত্যু: শনাক্ত ১২৬

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১১৭ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে এবং দুই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এ সময়ের মধ্যে ১২৬ জন করোনারোগী শনাক্ত হয়েছে।

সোমবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃত্যুরা হলেন- বগুড়ার সদর উপজেলার জয়নুল (৭১), মতিউর (৬০), বজলার রহমান (৭৫), বাধন চন্দ্র (৬৫), সোনাতলা উপজেলার শামসুদ্দিন (৬৫), আদমদীঘি উপজেলার মোমেনা (৬০), আকতার বানু (৮৫), গাবতলী উপজেলার আজিজার রহমান (৭৭), শাজাহানপুর উপজেলার আঃ আজিজ (৪৮) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম(৬০)। এছাড়া বাকি ৮ জন অন্য জেলার বাসিন্দা। তারা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ(শজিমেক) হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে ৷

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ৪ নমুনায় ৩ জন, এন্টিজেন পরীক্ষায় ১৬৯ জনের মধ্যে ৫১ জন, বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৩টি নমুনার মধ্যে ১০ জনসহ মোট ১২৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

এদের মধ্যে সদরে ৬১ জন, শাজাহানপুরে ১৯ জন, শিবগঞ্জে ১২ জন, শেরপুরে ছয়জন, গাবতলীতে ছয়জন, আদমদীঘিতে পাঁচজন, দুপচাঁচিয়ায় পাঁচজন, ধুনটে চারজন, নন্দীগ্রামে তিনজন, সারিয়াকান্দিতে দুইজন, সোনাতলায় দুইজন ও কাহালুতে একজন।

এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১২০ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। এছাড়া নতুন দশ জনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫৮২ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৪৮৪ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com