রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

বগুড়ায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুনের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা: ফাঁসির দাবি এলাকাবাসীর

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৩৩ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে জামাই এর ছুরিকাঘাতে শ্বশুর কৃষক আসাদুল ইসলাম (৪০) হত্যার ঘটনায় তার জামাই সাব্বির হোসেন (২২)সহ ৬ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে হত্যা মামলার আসামী সাব্বির হোসেনের ফাঁসির দাবী জানায় এলাকাবাসী। ১০ জুলাই শনিবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম।

ওসি জানান, গত শুক্রবার হত্যার অভিযোগে সাব্বির হোসেনকে রামনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী খাতুন বাদী হয়ে সাব্বিরসহ ৬ জনকে আসামী করে শেরপুর থানায় হত্যার অভিযোগে (দন্ডবিধির ৩০২ ও ৩৪) ধারায় মামলা দায়ের করেছেন। তবে মামলার তদন্তের স্বার্থে থানা কর্তৃপক্ষ আসামীদের নাম পরিচয় জানাতে রাজি নয়। তবে অপর একটি সুত্রে জানা গেছে, আসামীদের মধ্যে দুইজন সরকারি কর্মচারীসহ গ্রেফতারকৃত সাব্বিরের দুই বন্ধুও আছে।

এদিকে মামলার তদন্তে ১০ জুলাই শনিবার বেলা ১১টার দিকে থানা পুলিশের ওসি শহীদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেলে উপস্থিত হাজারো গ্রামবাসীরা এ ঘৃন্যতম ঘটনার জড়িত আসামী সাব্বির এর ফাঁসির দাবী জানানো হয়। সেইসাথে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮জুলাই) রাত ৯টার দিকে পারভবানীপুর পুর্বপাড়ায় কথাকাটাকাটির এক পর্যায়ে শ্বশুর আসাদুলকে ছুরিকাঘাত করে জামাই সাব্বির। এরপর তাকে শেরপুর হাসপাতালে নেয়া হলে রাত ১০টার দিকে আসাদুলের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com