বিরামপুর দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি মোঃ আবু সাঈদ।-
বিরামপুর কে করে জেলা ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস কে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন, দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) প্রতিনিধি দল।
(৩ জুলাই) বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমির অফিসে, উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি নুজহাত তাসনিম আওনের কাছে স্মারকলিপি প্রদান করেন, দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, সদস্য মাহমুদুল হক মানিক, পেশাজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর প্রেসক্লাব কলাবাগান আহ্বায়ক কমিটির সদস্য, আবু সাঈদ, কলেজ বাজার প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ মানিক, সাংবাদিক সেকেন্দার আলী, সামিউল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত ১৩ টি উপজেলা নিয়ে দিনাজপুর জেলা গঠিত, আর এই জেলাকে দুইটি ভাগে বিভক্ত করে বিরামপুর জেলা বাস্তবায়নের জন্য বহু বছর ধরে শান্তিপূর্ণ ভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে করে আসছে ভুক্তভোগী ও সুশীল সমাজ। অনেক কষ্ট করে ১০০ কিলোমিটার দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে যেতে হয় জেলার বিভিন্ন কাজ করতে। এই জেলার ৫ নং আসন ফুলবাড়ী, পার্বতীপুর এবং ৬ নং আসন বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার সাধারণ মানুষের প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি বিরামপুর কে জেলা ঘোষণা করা।
Leave a Reply