এস এ মন্ডল/ রানা জামান ।- সাধারন মানুষ, নিম্ন আয়ের মানুষ অল্পেই খুশি হয়।এই বিষয়টি আবারো স্পষ্ট হলো বড় দরগাহ ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ কালে।
পীরগঞ্জ উপজেলার ৩নং বড় দরগাহ ইউনিয়ন পরিষদ চত্বরে ১৪ জুলাই বুধবার ও ১৫ জুলাই বৃস্পতিবার ইউনিয়নের তালিকা ভুক্ত পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়।সরেজমিন গিয়ে জানা গেছে ৪৯৫০টি তালিকাভুক্ত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
ঈদের আগে চাউল পেয়ে খুব খুশি ওই এলাকার মানুষ। ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক জানিয়েছেন,অন্যান্য বার নানা কারণে চাউল বিতরণে সমস্যা হলেও এবার সকলের সহযোগীতায় সুষ্ঠভাবে চাউল প্রদান করা হয়েছে। সুবিধাভোগীরা জানিয়েছেন, যথা সময়ে চাউল পেয়ে তারা খুব খুশি।
চাউল বিতরণ কালে ট্যাগ অফিসার মোঃ সাজেদুল বারী ও পরিষদের সদস্যবৃন্দ,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply