বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও স্মরকলিপি প্রদান মুক্তি পেয়েছে রেজাউল করিম জীবনের লেখা গানের মিউজিক ভিডিও মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগন বাংলাদেশের সংস্কৃতির প্রেমে পড়েছিলেন পীরগঞ্জে আবার ওভারব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রকৃতি ও ফ্যাশনের মিশেলে রেনো১৩ সিরিজের স্মার্টফোন আনছে অপো পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক কাজী ওয়াহিদুন নবী সালামী’র ইন্তেকাল পার্বতীপুর সমিতি ঢাকা’র কমিটি গঠিত প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে  চুক্তি সই করেছে এশিউর গ্রুপ সাংবাদিক মাজহারের পিতা শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের বারোতম মৃত্যুবার্ষিকী  অনুষ্ঠিত রংপুরে আবাসনখাতে সরকারের প্রায় হাজারকোটি টাকার রাজস্ব ফাঁকি 

মুক্তি পেয়েছে রেজাউল করিম জীবনের লেখা গানের মিউজিক ভিডিও

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- ‘কেন এমন করে চলে গেল ‘ শিরোনামে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে ছড়াকার, গীতিকার ও সাংবাদিক রেজাউল করিম জীবনের লেখা গান নিয়ে মিউজিক ভিডিও।

 ৪ ফেব্রুয়ারী/২৫খ্রি: মঙ্গলবার সন্ধ্যায় এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ মিউজিক ভিডিওটি রংপুর মিউজিকের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে সকলের জন্য উম্মুক্ত করা হয়। আধুনিক গানটি সবার মনে জায়গা করে নিবে এমন প্রত্যাশা সবার। রংপুর মিউজিকের গানটিতে একটি শাশ্বত প্রেমের চিত্র ফুটে উঠেছে।
গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী শাহীল ফারহান লিয়ন। মডেল হিসেবে আছে সাংবাদিক সাইফুল ইসলাম হৃদয়, উপস্থাপিকা শাহারিয়া সিদ্দিকী ও তানবিরুজ্জামান তানভির। চিত্রায়নে আতাউর আতিক ও সহযোগিতায় সাংবাদিক আশিকুর রহমান ডিফেন্স। মিউজিক কম্প্রোজার রুহিদাস, আরএমবি স্টুডিও। গানটি উসর্গ করা হয়েছে মর্জিনা বেগম, জাওয়াদ করিম মাহির ও জোবায়ের করিম মুঈজকে। গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে উত্তরজনপদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ পুকুরপাড়সহ কলেজ প্রাঙ্গন।
গানের গীতিকার রেজাউল করিম জীবন বলেন, গানটি আশা করছি দর্শকদের ভালো লাগবে। মিউজিক ভিডিওটি “পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল”। সবাই মিউজিক ভিডিওটি দেখবেন। সেই সাথে মিউজিক ভিডিও সম্পর্কে আপনাদের মুল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।”
গানটির সুরকার কন্ঠশিল্পী শাহীল ফারহান লিয়ন বলেন, এটি একটি আধুনিক ও হৃদয়গ্রাহী গান। গানের কথাগুলো হৃদয় ছুয়েঁ যাবে আশা করছি। মিউজিক ভিডিওটি দর্শকদের মন জয় করবে এমন প্রত্যাশাও করছি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ গীতিকার আব্দুল গফুর সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, ছড়াকার, গীতিকার হাই হাফিজ, গীতিকার মনজিল মুরাদ লাভলু, কবি ও গল্পকার এটিএম মোর্শেদ, গীতিকার মতিয়ার রহমান, গীতিকবি সংসদ রংপুরের সভাপতি এস এম খলিল বাবু, সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, অভিযাত্রিক সভাপতি তৈয়বুর রহমান বাবু, স্বপন কুমার পাল, রুপু মজুমদার, কণ্ঠশিল্পী রওশন আরা সোহেলী, ছড়াকার ও গীতিকার মৌসুমি শঙ্কর ঋতা, ভেনাস এন্ড রিয়াজ ক্যাডেট কোচিং এর পরিচালক কবি আদিল ফকির, রিয়াজ ও সোহেলসহ অন্যান্য সাহিত্যিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com