বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির স্মরণসভা দিনাজপুর   উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের   মে দিবস পালন জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে মহান মে দিবস পালিত বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের মহান মে দিবস উদযাপন দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তেসখার নামাজ অনুষ্ঠিত পার্বতীপুরে মে দিবস পালিত ঘোড়াঘাটের বিএনপি নেতা হযরত আলী মন্ডল আর নেই  পীরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল কালোবাজারে উদ্ধার ৬২ বস্তা খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য- প্রধানমন্ত্রী ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবীতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ আরও দানা বাঁধছে

রংপুরে স্বর্ণের মূর্তি বিক্রির নামে প্রতারণা গ্রেফতার – ২

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৫৭ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।-স্বর্ণের মূর্তি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া দুই প্রতারককে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ-আরপিএমপি। তাদের কাছ থেকে একটি পিতলের মূর্তি উদ্ধার হয়েছে। প্রতারক চক্রটি পিতলের মূর্তিটিকে স্বপ্নে পাওয়া স্বর্ণের মূর্তি দাবি করে চার লাখ টাকায় বিক্রির ফাঁদ তৈরি করেছিল।সোমবার দুপুরে আরপিএমপি’র গোয়েন্দা বিভাগের সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলেনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকি ইবনু মিনান। তিনি বলেন, রংপুরের পীরগাছা উপজেলার দেউতি গিলাপাড়া গ্রামের আলু ব্যবসায়ী মাসুদ রানার কাছে স্বপ্নে পাওয়া একটি স্বর্ণের মূর্তি বিক্রির কথা বলে অভিনব কায়দায় দুই লাখ ষাট হাজার টাকা হাতিয়ে নেন প্রতারক চক্র। এ ঘটনায় মাসুদ রানা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেন। পরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সক্রিয় সদস্য রংপুর নগরীর কামালকাছনার আবু সাঈদের ছেলে রুবেল মিয়া (৩০) ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর বেরুবারি গ্রামের রহমত আলীর ছেলে মিরাজুল ইসলামকে (২৮) গ্রেফতার করা হয়। কাজী মুত্তাকি ইবনু জানান, কামাল কাছনা চিড়ার মিল এলাকার গ্রিল দোকানী রুবেল মিয়াকে তার পূর্বপরিচিত রাজমিস্ত্রি মিরাজুল ইসলাম বলে বগুড়া জেলার দুপচাঁচিয়ায় মনসুর ফকিরের খালার কাছে স্বপ্নে পাওয়া একটি স্বর্ণের মূর্তি রয়েছে। মূর্তিটি অনেক মূল্যবান ও বিরল। ভালো গ্রাহক পেলে ৪ লাখ টাকায় মূর্তিটি বিক্রি হবে। এ কথা রুবেল তার বন্ধু আবুল হোসেন ওরফে খুশু ও সুজন মিয়ার সাথে আলোচনা করে এবং তাদের মাধ্যমে মাসুদ রানা বিষয়টি অবগত হন। গত ২৮ এপ্রিল রাত সাড়ে ১০টায় নগরীর মাহিগঞ্জের আমতলা মোড় এলাকায় বগুড়া থেকে মনসুর ফকির আসেন। তিনি স্বপ্নে পাওয়া মূর্তিটি মাসুদ রানাকে দেখানোর সময়ে কৌশলে মূর্তির এক টুকরো অংশ ভেঙ্গে হাতে দেন। সেটি স্বর্ণের মূর্তি কিনা তা পরীক্ষা করতে বলেন। এরপর মাসুদ রানা স্বর্ণের দোকান নিয়ে গিয়ে ওই অংশটি পরীক্ষা করে মূর্তিটি স্বর্ণের বলে নিশ্চিত হয়ে সেটি কেনার জন্য মনসুর ফকিরকে ২ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু মনসুর ফকির টাকা নিয়ে মূর্তিটি না দিয়ে কৌশলে পালিয়ে যান।এ ঘটনায় মাসুদ রানা আরপিএমপি’র মাহিগঞ্জ থানায় মামলা করলে গত ২২ মে রাতে গোয়েন্দা বিভাগের একটি চৌকস দল অভিযান চালিয়ে রুবেল মিয়া ও মিরাজুল ইসলামকে মূর্তিসহ গ্রেফতার করে। প্রতারণার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) ফারুক আহমেদ,কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ, পুলিশ পরিদর্শক ছালেহ্ আহাম্মদ পাঠান, এস আই বাবুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com