রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- জ্বালানী তেল, পরিবহণ ভাড়া ও চাল, তেলসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আগামী ২২ আগস্ট থেকে সারা দেশে জেলা-মহানগর, উপজেলা-থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ ও মিছিল কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি।
আগামীর সকল কর্মসূচী গুলো সুশৃংখল এবং জনসম্পৃক্ত করার লক্ষ্যে ২০ আগষ্ট শনিবার বিকেলে রংপুর নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে রংপুর বিভাগীয় প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু’র সভাপতিত্বে উক্ত প্রস্তুুতি সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুন উর রশি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেক।
এতে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন প্রমুখ। এতে রংপুর বিভাগের ৯ সাংগঠনিক জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply