রংপুর প্রতিনিধি।- রংপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফি’র পিতা দৌলতুর রহমান আজ শনিবার দুপুর ২.৩০ মিনিটে নগরীর হারাটি মধ্য পাড়ায় নিজ বাসায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০০ বছর। তিনি ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন। শনিবার বাদ এশা রাত ৯ টায় হারাটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে হারাটি নতুন কবরস্থানে দাফন কার্য সম্পুর্ণ করা হবে। এদিকে আওয়ামী লীগ নেতা সফি’র পিতার মৃত্যুতে রংপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিষ্ট পার্টি, জাসদ,বাসদ, কৃষক দলসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply