বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পার্বতীপুরে মে দিবস পালিত ঘোড়াঘাটের বিএনপি নেতা হযরত আলী মন্ডল আর নেই  পীরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল কালোবাজারে উদ্ধার ৬২ বস্তা খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য- প্রধানমন্ত্রী ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবীতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ আরও দানা বাঁধছে বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সঙ্গীত বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত  ২৯ ও ৩০ এপ্রিল পীরগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা  আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী, বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত সংবাদ পরিবেশনের  ২ মাস পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে  চাঁদাবাজি মামলা

রংপুর সিটিতে হাম-রুবেলার টিকা খাবে ৪১২৮৩ শিশু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৫২৭ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর সিটি করপোরেশনে ৪১ হাজার ২৮৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে জানিয়েছে প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।

তিনি বলেছেন, ‘আগামী ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রংপুর নগরীর ১৬ থেকে ৩০নং ওয়ার্ডের ৩৬৯টি কেন্দ্রসহ ঝুঁকিপূর্ণ আঠারো এলাকার শিশুদের হাম-রুবেলা টিকা দেয়া হবে। স্বেচ্ছাসেবী ও টিকা প্রদানকারী ১৮০ জনের মাধ্যমে ৪১ হাজার ২৮৩ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের সভা কক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অভিভাবকদের মুখে মাস্ক ব্যবহার করে শিশুকে নিকটস্থ ইপিআই বা নির্ধারিত টিকা কেন্দ্রে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে হাম-রুবেলার টিকা নিতে আহ্বান জানিয়ে প্যানেল মেয়র আরও বলেন, ‘হাম এবং রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এই দুটি রোগ সাধারণত একজন রোগীর হাঁচি-কাশির মাধ্যমে কারও সংস্পর্শে আসা অন্যদের মধ্যে দ্রুত ছড়ায়। শিশু ছাড়াও যেকোনো বয়সের মানুষের হাম-রুবেলা হতে পারে। তবে শিশুদের মধ্যেই এই রোগের প্রকোপ, জটিলতা ও মৃত্যু ঝুঁকি বেশি।’

প্যানেল মেয়র টিটু বলেন, ‘হাম রোগ থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস, অন্ধত্ব ও বধিরতার জটিলতা দেখা দিতে পারে। এজন্য ৯ মাস বয়স থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা নিতে হবে। এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু কোনো অবস্থাতেই অসুস্থ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া যাবে না।’

‘প্রতি সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যাতিত এই টিকা প্রদান করা হবে। এ সময় টিকা গ্রহণ করে কোনো শিশু অসুস্থ হলে অভিভাবকদের না ঘাবড়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালসহ সিটি করপোরেশনে যোগাযোগ করতে হবে।’

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- রসিকের নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, সচিব মো. রাশেদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com