বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

সবাইকে কাঁদালেন বিদায়ী প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলো

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬ বার পঠিত

ঘোাড়াঘাট (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি আজহারুল ইসলাম সাথী।-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলো, শেষ কর্ম দিবসে ঘোড়ার গাড়ীতে চড়ে অবসরে গেলেন ।

প্রিয় শিক্ষককে বিদায় জানাতে ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এমন ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। বিদায়ী প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলো ১৯৮৭ সালে উপজেলার বলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। শেষ কর্মদিবসের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও বিদ্যালয় নিয়ে স্মৃতি চারণ মূলক কথা বলতে গিয়ে নিজে কাঁদলেন এবং সবাইকে কাঁদালেন। বুধবার ১৬ জুলাই/২৫খ্রি: দুপুরে বিদ্যালয় মাঠ থেকে ঘোড়ার গাড়ীতে চড়ে রানীগঞ্জ বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ বাড়ি রানীগঞ্জে পৌঁছেন এ শিক্ষক।

এসময় তার সাথে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা তাকে বাড়িতে পৌঁছে দেন। এর আগে বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে পি আর এল ও অবসর গমনের নিমিত্তে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াকিল, সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাত হোসেন প্রমুখ।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বিদায়ী প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলো এর হাতে সম্মাননা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী   তুলে দেন আয়োজক বৃন্দ, সহপাঠীসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com