গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফ নামের এক বছরের শিশুর মুত্যু হয়েছে। ৯ জুুলাই শুক্রবার সকালে উপজেলার নলডাঙ্গা (টুপামারী) গ্রামে এ ঘটনাটি। মৃত আলিফ ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।মৃত আলিফের স্বজনরা জানান, পরিবারের সবার অজান্তে আলিফ হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে বাড়ির পাশে ছোট একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষন পর তার বাবা মা ও পরিবারের লোকজন হন্যে হয়ে তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে আলিফের ভাসমান লাশ দেখতে পায়। পরে ভাসমান অবস্থায় আলিফের লাশ তার পরিবারের লোকজন উদ্ধার করে। ওইদিন বাদ জুম্মা জানাজা নামাজ শেষে নলডাঙ্গা কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াছিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির অকাল মুত্যুতে তার বাবা মা শোকে পাথর হয়ে পড়েছে।
Leave a Reply