শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

হত্যা চেষ্টা মামলায় আ.লীগ নেত্রী লিপি ভরসা গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪১ বার পঠিত

বজ্রকথা   প্রতিবেদক।-রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেস্টা গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের এমপি মনোনয় প্রত্যাশী  সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আস্থাভাজন লিপি খান ভরসাকে। তিনি জাতীয় পার্টির সাবেক এমপি প্রযাত শিল্পপতি করিম উদ্দিন ভরসার ছেলে সাইফুল ইসলাম শিমুলের স্ত্রী।

  ১৬ মার্চ  রবিবার/২৫খ্রি: সকাল ১১ টা ৪০ মিনিটে তাকে রাজধানীর গুলশানের একটি ফ্লাট থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান, রোববার রাজধানীর গুলশান ২ এর ১১৭ নং রোডের ৯ এর বি ফ্লাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

 এর আগে শনিবার দুপুর থেকে গুলশান থানা ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা ‍পুলিশ ওই বাড়ি ঘিরে রাখে। কিন্তু তারা দরজা খুলছিলেন না। পরে ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে দরজা ভেঙ্গে তাদের গ্রেফতার করা হয়।  এসময় তার সাথে ছিলেন স্বামী  সাইফুল ইসলাম শিমুল ভরসা ছিলেন। মাসুদ নামের ওই ফ্লাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন তারা।ঘটিনাস্থলে থাকা মামলার তদন্ত কর্মকর্তার রংপুর কোতয়ালী  থানার এসআই মোস্তাফিজার রহমান জানান,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত খিলিপান ব্যবসায়ী ও  বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনের করা হত্যা চেস্টা মামলার ১৭৯ নম্বর এজাহারভূক্ত আসামী। এর আগে বৃহস্পতিবার লিপি খানের ম্যানেজার পলাশ হাসান বাদি হয়ে ওই মামলা থেকে লিপিখানের নাম বাদ দেয়ার জন্য আওয়ামী লীগের ব্যবসায়ী অমিত বণিক কর্তৃক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের নামে ১০ লাখ চাঁদাদাবির মামলা করেন। ওই মামলায় অমিত বণিককেও গ্রেফতার করে ‍পুলিশ।

ওই চাঁদাবাজির মামলায় পুলিশ কর্মকর্তা শিবলীর নাম এজাহারে উল্লেখ করা নিয়ে বাদি পলাশ হাসানকে থানায় মারধোর এবং  কনেস্টবলের রাইফেল কড়ে নিয়ে গুলি করতে উদ্যত হওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়। পরে শনিবার পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার রংপুর মেট্রোপলিটন থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে রিপোর্ট করার আদেশ জারি হয়।

পুলিশ জানিয়েছে, লিপি খান ভরসা সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির আস্থাভাজন নেত্রী ছিলেন। একই সাথে ঘনিস্ট ছিলেন সাবেক মহিলা এমপি ও সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববির। তাদের টিপু মুনশি এবং নাছিমা জামান ববির সাথে ছবি দিয়ে পোস্ট দিয়ে সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম থাকতেন লিপি খান ভরসা। লিপি খান ভরসার বাড়ি পাবনা। একসময় অভিজাত হোটেলে নাচগান ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন তিনি।  তিনি সাবেক এমপি প্রয়াত শিল্পপতি করিম উদ্দিন ভরসার পুত্র বধু। তার বিরুদ্ধে রংপুরের হারাগাছের বিখ্যাত ভরসা পরিবারের জমিজমা জাল জালিয়াতি করে আত্মসাতের অভিযোগে মামলাও রয়েছে।  আওয়ামী লীগ আমলে  মহিলা এমপির জন্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com