গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে দেশের আলোচিত হ্যাকার চক্রের মূল হোতা পলাশকে। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মোবাইল সিম কার্ড, অত্যাধুনিক মোবাইল ফোন, একটি ড্রোন, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র।
গত রবিবার (১৪ জুলাই) রাত থেকে শুরু করে সোমবার বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম। প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যেও সাহসিকতার সঙ্গে পরিচালিত হয় অভিযানটি।
অভিযানকালে পলাশকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার সহযোগী, আবু সাইদ লিটন মেম্বার, সুমন মিয়া, সাইদুল কে গ্রেফতার করে সেনাবাহিনী।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পলাশ দীর্ঘদিন ধরে একটি হ্যাকার চক্রের নেতৃত্ব দিচ্ছিলো। চক্রটি ফেসবুক আইডি হ্যাক, বিকাশ/নগদ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে আর্থিক জালিয়াতি করত। দেশের বিভিন্ন প্রান্তে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
এই ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃ
Leave a Reply