শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তীব্র তাবদাহে  স্বস্তি  মিলছে  কৃষ্ণচুড়ার ছায়া রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট ২১ মে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন  শুরু হয়ে গেছে  প্রচার প্রচারণা   দিনাজপুরে কুকুরের কামড়ে আঙ্গুল হারালো ব্যাংকের আর্মড গার্ড, আহত ৬ পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার রংপুরে  ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা  পলাশবাড়ীতে তিনটি চোরাই গরু উদ্ধার গ্রেফতার- ২ ফুলবাড়ীতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির স্মরণসভা দিনাজপুর   উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের   মে দিবস পালন জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে মহান মে দিবস পালিত

মাদারগঞ্জ ডিগ্রি কলেজে বিধি বর্হিভূতভাবে সর্বকনিষ্ঠকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ১৮১ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ক্ষমতার দাপট দেখিয়ে মাদারগঞ্জ ডিগ্রি কলেজে উপাধ্যক্ষকে বাদ দিয়ে বিধি বর্হিভূতভাবে সর্ব কনিষ্ঠ প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদানের অভিযোগ উঠেছে। জানা গেছে, মাদারগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন শেখ গত ০৩/০৬/২১ইং তারিখে অবসরে গেলে ওই দিনই কলেজ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন রাজা সর্ব কনিষ্ঠ প্রভাষক শহিদুল ইসলাম লুলুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করলে কলেজের গভর্নিং বডির সদস্য ও প্রভাষকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। গত ২৩ মে সভাপতির বাসায় ঘরোয়া মিটিং এর মাধ্যমে অন্যান্যদেরকে অবগত না করে এক তরফা ভাবে রেজুলেশন ও নোটিশে স্বাক্ষর নিয়ে তাকে অধ্যক্ষ নিয়োগ প্রদান করা হয়েছে একাধিক গভর্নিং বডির এক সদস্য অভিযোগ তুলেছেন। অপরদিকে ওই কলেজের উপাধ্যক্ষ বহুলুল মিয়া থাকার পরেও জ্যৈষ্ঠতা লঙ্ঘন করে ৫ম তম প্রভাষককে নিয়োগ দেওয়ায় কলেজের প্রশাসনিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম লুলু জানান, বিল ও হাজিরা খাতায় দুই নম্বরেই স্বাক্ষর করে থাকি। বিধি মোতাবেক অত্র কলেজে আমাকে নিয়োগ দিয়েছে। তবে ডিগ্রী পর্যায়ে উপাধ্যক্ষ হওয়ায় আইনগতভাবে তার কোন বৈধতা নেই। উপাধ্যক্ষ বহুলুল মিয়া জানান, নীতিমালা অনুযায়ী জ্যৈষ্ঠতম সহকারী প্রভাষক এমপিও ভুক্ত তারিখ এমপিও ভুক্ত হলে বয়োজ্যৈষ্ঠ শিক্ষককে বাদ দিয়ে সর্বকনিষ্ঠকে অধ্যক্ষ নিয়োগ প্রদান করায় জটিলতার সৃষ্টি হয়েছে। তবে নীতিমালা অনুযায়ী তার অধ্যক্ষ হওয়ার কোন বৈধতা নেই। কলেজ সভাপতি নুরুল আমিন রাজা জানান, কলেজ পরিচালনার স্বার্থে আপাতত তাকে নিয়োগ দেওয়া হয়েছে। পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com