বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের মাঝে বকনা গরুর বিতরণ   পার্বতীপুরে কালব এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত একটি কবিতার বই “বিধ্বস্ত সখিনা” পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মশালা পীরগঞ্জে নিজের জমির ধান কাটতে গিয়ে পিটুনীর শিকার মিঠাপুকুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেফতার উপদেষ্টা মাহফুজের বক্তব্য উদ্দেশ্যমূলক-শিবির সেক্রেটারি  তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ ২২ জুন নবাবগঞ্জে ভাইকে পিতা সাজিয়ে ০৩.৫৯ শতক জমি আত্মসাতের অপচেষ্টা     মাদরাসা শিক্ষার্থীদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যোগ্য  নাগরিক হিসেবে তৈরি করতে হবে। – ইআবি ভিসি

বগুড়ার শেরপুরে গ্রাম পুলিশকে টাকা  দিয়ে বাল্য বিয়ে সম্পূর্ণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২০৭ বার পঠিত

উত্তম সরকার,বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরের বিশ^া পশ্চিম পাড়া গ্রামের গ্রাম পুলিশ মো. মোলা বক্স মোটা অংকের টাকা নিয়ে (০১ জুলাই) বৃহস্পতিবার দুপুরে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ^া পশ্চিম পাড়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে বিশ^া দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী একই ইউনিয়নের ছোনকা চন্ডিপুর গ্রামের আনোয়ারের ছেলে নাজমুলের সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে বিয়ের আয়োজন চলছিল। এ সময় ওই ইউনিয়নের গ্রাম পুলিশ মো. মোলা বক্স সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করার চেষ্টা করেন, এক পর্যায়ে মোটা অংকের টাকা দাবি করেন। পরে মেয়ের বাবা আইয়ুব আলী বিয়ের স্বার্থে ওই গ্রাম পুলিশ মো. মোলাকে প্রথমে ১ হাজার টাকা দিলে সে মেয়ের বাবাকে বিভিন্ন হুমকি ধামকি দেয়। পরে আরো ৫০০ টাকা সহ মোট ১ হাজার ৫শ টাকা দিলে বাল্য বিয়ের অনুমতি দিয়ে তিনি চলে যায়।

মেয়ের বাবা আইয়ুব আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমার মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে করোনার জন্য দুই বছর স্কুলে যাচ্ছে না। ভালো পাত্র পেয়ে বিয়ে দেওয়া হচ্ছে। গ্রাম পুলিশ মো. মোলা বক্স সংবাদ পেয়ে আমার বাড়িতে এসে বিয়ে বন্ধ করতে বলে। পরে তাকে ১ হাজার ৫শ টাকা দেওয়ার পর সে চলে যায়।

এ ব্যাপারে গ্রাম পুলিশ মো. মোলা বক্স বলেন, আমাকে শফিক স্যার বিয়ে বন্ধ করতে বলেছে তাই আমি বিয়ে বাড়িতে গিয়ে দেখি বিয়ের কোন আয়োজনই নেই।

বিশ^া দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইসমাইল হোসেন বাবু বলেন, আমি শুনেছি ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে হচ্ছে। আমি বিয়ে দিতে নিষেধ করেছি।

ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যানের আবুল কালাম আজাদ বলেন, যদি গ্রাম পুলিশ বাল্য বিয়ের ব্যাপারে কোন টাকা নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামকে বিষয়টি জানালে তিনি বলেন, সংশ্লিষ্ট ওই ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার ও সমাজ সেবা অফিসারকে বিষয়টি জানিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com