রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুরে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার থেমে নেই। প্রতিদিন আশংঙ্কাজনক হারে লম্বা হচ্ছে আক্রান্তের সঙ্গে মৃত্যুর সারি। এ পরিস্থিতিতে বিনামূল্যে অক্সিজেন এবং চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু করেছে ‘জনতার রংপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
১৬ জুলাই শুক্রবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে সেবামূলক এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু আনুষ্ঠানিকভাবে মানবিক এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক, জনতার রংপুরের সদস্য গৌতম রায়, সাব্বির আহমেদ, নূর আলম, বাসদ নেতা আব্দুল কুদ্দুস, মাজেরুল ইসলাম লিটন, রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন প্রমুখ।
সংগঠনটির সভাপতি ডা. সৈয়দ মামুনুর রহমান বলেন, অসচেতনতা ও স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়াতে হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। কোথাও কোথাও রোগীর শয্যা মিলছে না। আইসিইউ শয্যারও সংকট প্রকট। এভাবে চলতে থাকলে অক্সিজেন সংকট মারাত্মক আকার ধারণ করবে। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আগেই আমাদের সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে একত্রিত হয়ে করোনার বিস্তার রোধে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমরা সকল স্বেচ্ছাসেবী সংগঠনের আগ্রহী সদস্যদের নিয়ে ‘স্বেচ্ছাসেবী বিগ্রেড’ গঠন করব। এই দল করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সহযোগিতা করবে। প্রয়োজনে মানুষকে টিকার আওতায় আনতে সহযোগিতা করা হবে। বর্তমানে স্বল্প সংখ্যক অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমরা বিনামূলে সেবা দেওয়ার লক্ষে কার্যক্রম শুরু করছি। পর্যায়ক্রমে এর পরিধি বাড়বে।
রংপুরে করোনা আক্রান্ত কোনো রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে জনতার রংপুরের হটলাইন নম্বরে যোগাযোগ করলে(০১৭১৪-০৫০৬২৫/০১৭১৭-৪৮৭২৯২/০১৭১৮-৪৪৩৬০০/০১৭৩৩-১৭৩৬০৯) স্বেচ্ছাসেবী টিম দ্রæত তার নিকট অক্সিজেন সরবরাহ করবে। এছাড়াও প্রয়োজনীয় টেলিমেডিসিন সেবাও দিবে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
Leave a Reply