শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

পীরগঞ্জের রওশন কুঞ্জে  দিনে দুপুরে  চুরি  

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৪৪ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।– পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া গ্রামে ৩১ অক্টোবর সোমবার দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। চোর জানালার গ্রিল ভেঙ্গে লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানা গেছে।

রওশন কুঞ্জের মালিক পীরগঞ্জ  মহিলা কলেজের প্রভাষক মোঃ ছাদেকুজ্জামান দুদু জানিয়েছেন, তার স্ত্রী পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত এফ পি আই রওশন আরা বেগম সকালে অফিসে যাওয়ার পর তিনি বেলা ১১টার দিকে গ্রামের বাড়িতে যান। এর পরও তার স্ত্রী বাড়ি ফিরে  এসে দেখেন, ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে এবং জানালার গ্রিল ভাঙ্গা । তার পর স্ত্রীর হৈ চৈ শুনে পাড়া প্রতিবেশি ছুটে আসেন।

তিনি আরো জানিয়েছেন, এই ঘটনায় তাদের গরু বিক্রী করা ৮৫ হাজারসহ প্রায় একলাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।

পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com