বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল কালোবাজারে উদ্ধার ৬২ বস্তা খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য- প্রধানমন্ত্রী ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবীতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ আরও দানা বাঁধছে বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সঙ্গীত বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত  ২৯ ও ৩০ এপ্রিল পীরগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা  আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী, বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত সংবাদ পরিবেশনের  ২ মাস পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে  চাঁদাবাজি মামলা দিনাজপুরে একত্রে ২০ হাজার কণ্ঠে পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রংপুর বিভাগে এসএসসি পাশের হার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- রংপুর বিভাগের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাশের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। গত বছরের চেয়ে এবার ১৩ দশমিক ৬১ শতাংশ পাশের হার কমেছে।

পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্র পাশের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৮১ দশমিক ৫৫ শতাংশ।
পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৩৬৮ জন এবং ছাত্র জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২১৮ জন। এই বোর্ডে এবার ১ লাখ ৪১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন। মোট পরীক্ষাথীর সংখ্যা ছিল ১ লাখ ৭৪ হাজার ৫৭৭জন।
বিভাগের ৮ জেলায় ২৬৯০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২৭৭ টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এবারে পরীক্ষায় বহিস্কৃত হয়েছে ৩৬ জন শিক্ষার্থী। শতভাগ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৮৭টি, শূন্য পাশের হার ৫টি কলেজে।
এছাড়া জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দিনাজপুর জেলা। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮৭২ জন। এর পরেই রয়েছে রংপুর। এখানে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮২৭ জন। এছাড়া গাইবান্ধায় ৪ হাজার ৪৯ জন, নীলফামারীতে ২ হাজার ৭৯৬ জন, কুড়িগ্রামে ২ হাজার ২০৩ জন, লালমনিরহাটে ১ হাজার ৯৯ জন, ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৫১৩ জন এবং পঞ্চগড়ে ১ হাজার ২২৭ জন জিপিএ-৫ পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com